শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ০৩:০৬ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় তুলার দর এখন ধরে রেখেছে বাংলাদেশ ও ভিয়েতনামের চাহিদা

নূর মাজিদ: বিশ্ব বাজারে ভারতীয় তুলার সবচাইতে বড় আমদানিকারকদের মাঝে বাংলাদেশ রয়েছে সবার শীর্ষে। এরপরেই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া। সাম্প্রতিক সময়ে, বিশ্ব বাজারের প্রধান তুলা সবরাহকারি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের তুলা ও অন্যান্য কৃষিপণ্যের ওপর রপ্তানি শুল্কারোপ করে চীন। চীন বিশ্বের অন্যতম প্রধান তুলা আমদানিকারক দেশ। যুক্তরাষ্ট্রের পরিবর্তে বিকল্প উৎস থেকে তুলা আমদানি বৃদ্ধির সিদ্ধান্ত নেয় চীন। চীনের চাহিদার কারণে তুলার ভালো মূল্য পাওয়া যাবে এমন সম্ভাবনায় বিশ্ব বাজারে ভারতের তুলার দামে তেজিভাব বিরাজ করে। চলতি সপ্তাহে ভারতের বৈদেশিক বাণিজ্য পরিচালনাকারি অধিদপ্তরের এক সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়, চীন এবং পাকিস্তানের মতো তুলার আমদানিকারকেরা অধিক দামে ভারতীয় তুলা কেনা কমিয়ে দিয়েছে। তবে বাংলাদেশ এবং ভিয়েতনামের মতো দেশের কারণেই বিশ্ববাজারে ভারতীয় তুলার দর স্থিতিশীল রয়েছে।

বিশেষ করে বাংলাদেশ ভারতীয় তুলা আমদানিতে শীর্ষস্থানে অবস্থান করছে। ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ২৫ লাখ বেল বা ৩.৯২ লাখ টন ভারতীয় তুলা আমদানি করেছে। যার বাজারমূল্য ৭১৫ মিলিয়ন মার্কিন ডলার। একই সময় চীন আমদানি করেছে মাত্র ৬২,৬১৯ টন এবং পাকিস্তান ১.৪৭ লাখ টন। ২০১৭-১৮ সালে চীনে ভারতীয় তুলার রপ্তানির পরিমাণ ৫৫ শতাংশ কমেছে। বিশেষ করে তুলার বাড়তি মূল্য চীনা ক্রেতাদের ভারতীয় তুলা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করছে বলেই দেশটির তুলা ব্যবসায়িরা জানিয়েছেন। ভারতের শীর্ষ তুলা রপ্তানিকারক প্রতিষ্ঠান মুম্বাইয়ের ভাইদাস কারসানদাস এন্ড কোম্পানির শীর্ষ নির্বাহী শিরিষ শাহ জানান, বিশ্ব বাজারে ভারতীয় তুলার বাড়তি দাম রপ্তানি আরো বৃদ্ধি করার পথে একটি বড় প্রতিবন্ধকতা। বিজনেস লাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়