শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ০৩:০৪ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ির দাম ২.২ শতাংশ বৃদ্ধি করছে টাটা

নূর মাজিদ : ভারতের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা টাটা মোটরস আগামী আগস্ট মাস থেকে তাদের উৎপাদিত গাড়ির মূল্য ২.২ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে। চলতি সপ্তাহের সোমবারে দেয়া এই ঘোষণায় কোম্পানিটি জানায়, উৎপাদন খরচ বৃদ্ধি পাবার প্রেক্ষাপটেই তারা গাড়ির বিক্রয়মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তের বাস্তবায়ন করা হবে শুধু তাদের যাত্রীবাহী গারিগুলোর ক্ষেত্রেই।

এই প্রসঙ্গে টাটা মোটরসের যাত্রী পরিবহণকারী গাড়ি উৎপাদন ইউনিটের ব্যবসায়িক প্রধান মৈনক পারিক বলেন, ‘আমরা সব সময় পণ্যের বিক্রয়মূল্য সহনশীল মাত্রায় রাখার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন খাতে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। এসবের প্রভাব পড়েছে গাড়ি উৎপাদনের প্রক্রিয়ায়। ফলে, আগামী আগামি আগস্ট মাস থেক আমরা যাত্রীপরিবহনকারী গারিগুলোর মূল্য ২.২ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি।’

এসময় তিনি আরো জানান, টাটার সকল মডেলের যাত্রী পরিবহনকারী গাড়ির ক্ষেত্রেই এই মূল্যবৃদ্ধি কার্যকর করা হবে। তবে কিছু কিছু মডেলের ক্ষেত্রে তাদের বিক্রয়মূল্য সামান্যই বৃদ্ধি করা হবে।

তবে এমন মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে তাদের পণ্যের বাজার প্রতিযোগিতায় পিছিয়ে প্রার কোন সুযোগ নেই বলেই মনে করেন মৈনক পারিক। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই’কে তিনি জানান, গত ২৮ মাস ধরে আমরা বাজারে প্রত্যাশার চাইতে ভালো ব্যবসা করে আসছি। এই ধারাবাহিকতা সামনের দিনেও ধরে রাখার ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাস পোষণ করি। বিজনেস লাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়