শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ০২:৩২ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড মূল্যে অ্যালিসনকে দলে নিচ্ছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক : স্বদেশী গোলরক্ষক এডারসনের রেকর্ড ভেঙে দিলেন অ্যলিসন বেকার। বেনফিকা থেকে ২০১৭ সালের জুনে ৪০ মিলিয়ন ইউরোয় এডারসনকে কিনেছিল ম্যানসিটি। এডারসনের সেই রেকর্ড ভেঙে দিচ্ছেন আরেক ব্রাজিলিয়ান অ্যালিসন। ইংলিশ প্রিমিয়ার লিগের গোলরক্ষকদের দলবদলের রেকর্ড গড়ে ইতালিয়ান ক্লাব রোমা থেকে তাকে কিনতে যাচ্ছে ইংলিশ ক্লাব লিভারপুল।

অ্যালিসনকে কিনতে লিভারপুলের দেয়া ৬৬.৮ মিলিয়ন ইউরো দামের প্রস্তাবে রাজি হয়েছে রোমা। প্রথমে রোমা অ্যালিসনের জন্য ৭০ মিলিয়ন ইউরো দাবি করলেও শেষ পর্যন্ত প্রায় ৬৭ মিলিয়ন ইউরোতে নির্ধারিত হয়েছে দফারফা।

অ্যালিসনের মূল্যেও এই চুক্তি কেবল ইংলিশ প্রিমিয়ার লিগেই নয়, রেকর্ড হতে যাচ্ছে ইতালিয়ান সিরি আ’তেও। ২০০১ সালে পালমা থেকে জিওনলুইজি বুফনকে কিনতে ৫৩ মিলিয়ন ইউরো খরচ করেছিল জুভেন্টাস। দীর্ঘ ১৭ বছর ধরে এটাই হয়েছিল সিরি আর রেকর্ড।

গত দুই মৌসুমে রোমাতে মোট ৩৭ টি ম্যাচ খেলা অ্যালিসনের কাঁধেই ছিল বিশ্বকাপে ব্রাজিলের গোলবার সামলানোর ভার। ২০১৭-২০১৮ চ্যাম্পিয়ন্স লিগে চোখ ধাঁধানো পারফরম্যান্সে রোমাকে তুলেছিলেন সেমিফাইনাল পর্যন্ত। অন্যদিকে গোলরক্ষক কারিউসের ব্যর্থতায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে খালি হাতে ফেরায় একজন ভালো গোলরক্ষকের সন্ধান করছিল লিভারপুল। বিশ্বকাপ শেষে তাই অ্যালিসনকে দলে টানার সিদ্ধান্ত নিতে দেরি করেনি লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়