শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ০২:৪৪ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিদের ‘খুনের হুঙ্কার’ দিয়েছিলেন ফ্রান্সের পল পগবা

স্পাের্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন ফ্রান্সের পল পগবা। সতীর্থদের তাতিয়ে দিতে প্রয়োজনে মেসিদের ‘খুনের হুঙ্কার’ দিয়েছিলেন ফ্রান্সের এই মিডফিল্ডার।

গত রোববার মস্কোর ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে ফ্রান্স। শিরোপা জয়ের পথে পুরো টুর্নামেন্টে সতীর্থদের উদ্দেশে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন পগবা।

সম্প্রতি পগবাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে ফরাসি টিভি চ্যানেল টিএফওয়ান। সেখানে এক পর্যায়ে দেখা গেছে, আর্জেন্টিনা ম্যাচের আগে সতীর্থদের তিনি কীভাবে তাতিয়ে দিয়েছিলেন।

কাজানে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারানো ম্যাচের আগে ড্রেসিংরুমে সতীর্থদের পগবা বলেছিলেন, ‘আমি মাঠে যোদ্ধা চাই। আমি এখনই বাড়ি যেতে চাই না।’

‘আমরা আনন্দের সঙ্গে শেষ করব! আমি আজ রাতে উৎসব করতে চাই। আমি মাঠেই মরতে চাই, সবাই একসঙ্গে! আমি যোদ্ধা চাই, সৈনিক চাই।’

‘আজ আমরা তাদের খুন করব, মেসি অথবা অন্যকেউ; আমি কাউকে পাত্তা দিই না। আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি!’

নোভগোরদে সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচের আগেও সতীর্থদের উদ্দেশে জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন পগবা, ‘ফেরার আর কোনো উপায় নেই। আমি পুরো পথ পাড়ি দিতে চাই। ১৫ জুলাই দেখা হবে- সবাই একসঙ্গে।’

তথ্যসূত্র : ফোর ফোর টু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়