শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ০২:২১ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুল করে পুতিনের পক্ষ নিয়েছিলেন ট্রাম্প !

লিহান লিমা: ফিলন্যান্ডের হেলসিঙ্কিতে শীর্ষ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রশংসা, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে দোষারোপ ও ২০১৬ সালের মার্কিন নির্বাচনে কোন রুশ সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেশে ফিরেই তীব্র সমালোচনা ও চাপের মুখে সুর পাল্টাতে বাধ্য হলেন তিনি।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে দেয়া বিবৃতিতে বলেন, ‘আসলে আমার বলার কথা ছিল, এই কাজটি রাশিয়া কেন করবে না আমি এরকম কোন কারণ খুঁজে পাই নি। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আমি আস্থা রাখি।’ তবে লিখিত ট্রান্সক্রিপ্টের বাহিরে গিয়ে ট্রাম্প আরো বলেন, ‘এর সঙ্গে অন্যরাও থাকতে পারে, এরকম অনেকেই এখানে আছে।’ ট্রাম্পের বিবৃতি পড়ার এক পর্যায়ে চিফ অব স্টাফ জন কেলি ভুল করে রুমের লাইট বন্ধ করে দেন। এমন সময় মজা করে ট্রাম্প বলেন, ‘অবশ্যই এর পেছনে গোয়েন্দা সংস্থা থাকতে পারে’।

এমন ব্যাখ্যা সত্ত্বেও সমালোচনার ঝড় থেকে নিস্তার পাচ্ছেন না ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের সামনে তিনি যা বলেছেন, পরে সেই মনোভাবে সামান্য রদবদল করে বরং আরও রোষের শিকার হচ্ছেন তিনি। সংসদের প্রাক্তন স্পিকার ও ট্রাম্পের ঘনিষ্ঠ রিপাবলিকান নেতা নিউট গিংরিচ টুইট বার্তায় লেখেন, ‘রাশিয়ার প্রতি এমন নরম মনোভাব প্রেসিডেন্ট হিসেবে তাঁর সবচেয়ে বড় ভুল এবং অবিলম্বে তা শোধরাতে হবে।’ রাশিয়ার প্রতি ট্রাম্প প্রশাসনের নরম মনোভাবের অভিযোগের জবাব দিতে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সেনেটে পররাষ্ট্র বিষয়ক কমিটির সামনে বক্তব্য রাখতে হবে। বিরোধী ডেমোক্র্যাট দল হেলসিঙ্কিতে প্রেসিডেন্টের দোভাষীকেও জেরা করতে চায়। পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে ট্রাম্প কী বলেছেন, তা-ও জানা জরুরি বলে তারা মনে করেন।

সমালোচকরা বলছেন, প্রেসিডেন্টের মত গুরুত্বপূর্ণ পদে বসে নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারাটা হাস্যকর ও লজ্জার। রুশ বিষয়ক বিশ্লেষক উইলিয়াম পোমারাঞ্জ বলেন, একজন মার্কিন প্রেসিডেন্ট বিদেশের মাটিতে বসে ন্যাটো মিত্রদের বিব্রত করছেন, যুক্তরাষ্ট্রের মিত্রদের শত্রু বলে আখ্যা দিচ্ছেন, নিজ দেশের গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রত্যাখ্যান করছেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন গোয়েন্দা সংস্থা ও বিচারবিভাগকে দোষারোপ করছেন এমন দৃশ্য আগে দেখা ভিন্ন কল্পনাও করাও দায় ছিল।

এর আগে ফ্রাঙ্কলিন রুজভেল্ট ১৯৪৫ সালে জোসেফ স্ট্যালিনের সঙ্গে ইয়েল্টা কনফারেন্সে যোগদানের পর বৈদেশিক নীতি বিসর্জন দেয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন, জন এফ কেনেটি ও তার পরামর্শকরা স্বীকার করে নিয়েছিলেন যে ১৯৬১ সালের নিকিতা কুশরেভের সঙ্গে ভিয়েনা সম্মেলনে তিনি অপ্রস্তুত ছিলেন, ১৯৮৬ সালে রোনাল্ড রিগান ও মিখাইল গর্ভাচেভের মধ্যকার সম্মেলন ব্যর্থ হয়েছিল, জর্জ ডব্লিউ বুশ ২০০১ সালে পুতিনের সঙ্গে বৈঠকের পর তাকে ‘স্পষ্টভাষী ও বিশ্বাসযোগ্য’ বলে মন্তব্য করে হাসির খোরাক হয়েছিলেন। কিন্তু ট্রাম্পের বিষয়টি পুরোপুরিই ভিন্ন ও সব সীমা অতিক্রম করেছে মনে করছেন বিশ্লেষকরা।

এফবিআই-এর প্রাক্তন প্রধান রবার্ট মুলার রাশিয়ার সঙ্গে ট্রাম্প শিবিরের সম্পর্কের অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছেন। ট্রাম্প বার বার সেই অভিযোগ অস্বীকার করে তাঁর বিরুদ্ধে তদন্তের সমালোচনা করে চলেছেন। কিন্তু মুলার গত শুক্রবার ১২ জন রুশ সামরিক গোয়েন্দা এজেন্টের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পর হোয়াইট হাউসের উপর চাপ বেড়ে চলেছে। সিএনএন, ডেইলিমেইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়