শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ১১:২৮ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যারাডোনা এবার বেলারুশ ক্লাবের চেয়ারম্যান

এল আর বাদল : ফুটবল ঈশ্বর ম্যারাডোনা ২০০৮ সালে আর্জেন্টিনার কোচ ছিলেন। ২১ মাস দায়িত্বপালন করে সাফল্য পাননি। দেশ ছেড়ে চলে গেলেন দুবাইয়ে। ২০১৭ সালে সে দেশে ফুজাইয়া এফসির কোচ হলেন, এখানেও ব্যর্থতা। এরপর দীর্ঘদিন বসে কাটালেন। এবার সকল নীরবতা ভেঙে বেলারুশে নতুন দায়িত্ব নিলেন।

এই কিংবদন্তী এবার বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যানের দাযিত্বপালন করবেন। রাশিয়া বিশ্বকাপ শেষ হওয়ার পরই ওই ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সাম্প্রতিক অতীতে সংযুক্ত আরব আমিরাত থেকে নতুন স্পনসর পেয়েছে ডায়নামো ব্রেস্ট। তারা ৩০ হাজার দর্শকাসনের একটি স্টেডিয়ামও তৈরি করার পরিকল্পনা নিয়েছে। তার মধ্যেই ম্যারাডোনাকে ক্লাবের চেয়ারম্যান করে চমক দিয়েছে ডায়নামো ব্রেস্ট। এই ক্লাবের সামগ্রিক পরিকল্পনার কথা জানেন ম্যারাডোনাও। নতুন ভূমিকাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন তিনি।

ম্যারাডোনা বলেছেন, চ্যালেঞ্জকে ভয় পাই না। এরকমই একটা চ্যালেঞ্জ নিতে চাইছিলাম। যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওরাও (ক্লাব কর্তৃপক্ষ) আমাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। যারা আমাকে এই সুযোগ দিলেন, তাদের শ্রদ্ধা করি। একাডেমিতে থাকা বাচ্চাদের বড় ফুটবলার তৈরি করতে হবে। ম্যারাডোনার ইচ্ছে, নতুন কাজের জন্য বেলারুশেই থাকার। কিন্তু প্রচ- ঠা-ায় অসুবিধে হবে কীনা, এই প্রশ্নের উত্তরে ম্যারাডোনা বলেন, যখন ছোট ছিলাম তখন আমার জুতা ছিল না। খালি পায়ে হাঁটতাম। তাই বরফ নিয়ে ভয় পাচ্ছি না। কোনও সমস্যা ছাড়াই বেলারুশে থাকতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়