শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৬:৫৮ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধ হতে যাচ্ছে পোড়া ইটের ব্যবহার

কান্তা আইচ রায় : ইট তৈরিতে পরিবেশের ক্ষতির কথা বিবেচনা করে ২০২০ সালের মধ্যে পোড়া ইটের ব্যবহার বন্ধ হচ্ছে। বিল্ডিং কোড এর আওতায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

শহুরে অবকাঠামো নির্মানের অন্যতম উপাদান হচ্ছে ইট।বর্তমানে বাংলাদেশে ইট ভাটার সংখ্যা ৭০০০ এরও বেশি। প্রতিবছর প্রায় দেড় হাজার কোটি ইটের প্রয়োজন হয়। বছরে এর হার বাড়ে দুই-তিন শতাংশ হারে। আর এই ইট তৈরিতে মাটি সরবরাহ করতে গিয়ে ধ্বংস করা হচ্ছে কৃষি জমি। যার ফলে কৃষি উৎপাদনে পড়ছে বিরূপ প্রভাব। সেই সাথে ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবেশও।

বিশ্বের উন্নত প্রায় সব দেশেই ইট এর পরিবর্তে ব্যবহার হচ্ছে বালি সিমেন্ট এর তৈরি ব্লক। তাই পরিবেশ বান্ধব এই ব্লক ব্যবহারে সবাইকে উৎসাহিত করার কাজ চলছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।তিনি আরো বলেন,ব্লক ব্যবহারে উৎসাহিত করতে সরকারি বিভিন্ন প্রকল্পে ইটের বদলে ব্লক ব্যবহার করা হচ্ছে।

এদিকে নগরবিদরা বলছেন, আরো সময় নিয়ে বাধ্যতামূলক ব্যবস্থায় যাওয়া সঠিক সিদ্ধান্ত হবে। তাড়াহুড়ো করে ইটের ব্যবহার বন্ধ করা হলে অনেক লোক কর্মহীন হয়ে পড়বে। এর ব্যবহার নিশ্চিত করার আগে এর সাথে জড়িতদের কর্মসংস্থান করা সহ জনগনকে এর ব্যবহার সম্পর্কে বোঝাতে হবে। সূত্র : নিউজ টোয়েন্টি ফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়