শিরোনাম
◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৬:৪৫ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুর থেকে বৃষ্টি হত্যা মামলার আসামি সুমন গ্রেফতার

সুশান্ত সাহা: মগবাজারের আবাসিক হোটেলে বৃষ্টি হত্যা মামলার একমাত্র আসামি সুমন (২৯) কে মিরপুরের পাইকপাড়া এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩। র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ একথা জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ জুলাই) রাতে মিরপুরের পাইকপাড়া থেকে  তাকে গ্রেফতার করা হয়।

কাওরান বাজারে র‍্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ১৬ জুলাই বিকালে মগবাজারের ‘হোটেল বৈকালি’ থেকে বৃষ্টির লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে রমনা  থানার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর চন্দ্র দাস জানিয়েছিলেন,  সুমন ও বৃষ্টি  স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেল বৈকালির ৪০৭ নম্বর কক্ষে উঠেছিল সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে। সুমন বিকালে বৃষ্টিকে কোলে করে নিয়ে নিচে নামানোর  চেষ্টা করে। এসময় হোটেল কর্তৃপক্ষকে সে জানায়,  তার স্ত্রী গলায় ফাঁস  দিয়েছে। হোটেল কর্তৃপক্ষ রমনা থানা পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে সুমন পলাতক ছিল।

বৃষ্টির পরিবারের বরাত দিয়ে এসআই জানান,  সুমন বৃষ্টির মেজ বোনের স্বামী। বৃষ্টি মহাখালী সাততলা বস্তিতে বাবা-মায়ের সঙ্গে  থাকতো। সে একটি পোশাক কারখানায় কাজ করতো। সোমবার সকালে গার্মেন্টসে যাওয়ার কথা বলে বৃষ্টি বাসা থেকে বের হয়। সুমনের  গ্রামের বাড়ি ভোলায়। সে পেশায় প্রাইভেটকার চালক। দীর্ঘদিন ধরে ঢাকায় আছে।

এ ঘটনায় বৃষ্টির বাবা বাদী হয়ে রমনা  থানায় মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়