শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৮:৪৮ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমানী হাসপাতালে নার্সিং অ্যাসোসিয়েশনের নেতার ওপর হামলা

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সেস এসোসিয়েশন সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের উপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে ওসমানী মেডিকেল কলেজে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর সমাবেশ চলাকালে হামলার এ ঘটনা ঘটে।

মেডিকেল সূত্র জানায়, ওসমানী মেডিকেল কলেজ অঙ্গনে নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভা পরিচালনায় ছিলেন নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।সভায় বক্তব্যের সুযোগ না দেওয়াতে অতিথিরা মঞ্চ থেকে নেমে যাওয়ার পর স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজন ও সাব্বিরের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এতে নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক আহত হন।

এ ঘটনার পর নার্সেস অ্যাসোসিয়েশন তাৎক্ষনিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘট আহ্বান করে। খবর পেয়ে পুনরায় মেডিকেলে ফিরে যান বদরউদ্দিন আহমদ কামরান। তিনি আহত সাদেককে দেখতে যান। অবশ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের আশ্বাসে পরে অবরোধ তুলে নেওয়া হয়।

এর আগে সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শিউলি আক্তার, বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ শফিকুর রহমান চৌধুরী, মেয়রপদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক নারী সংসদ সদস্য জেবুন্নেসা হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়