শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৫:১২ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ সারাদেশে শহীদদের স্মরণে ৩০ লাখ বৃক্ষ রোপণ

জান্নাতুল ফেরদৌসী: মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সারাদেশে ৩০ লাখ বৃক্ষ রোপণ করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ১৭ লাখ ছাত্র-ছাত্রীদের দিয়ে এ কর্মসূচি পালন করা হবে। বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

দেশে বর্তমানে মোট আয়তনের সাড়ে ১০ ভাগ বনভূমি। পাহাড়ি, ম্যানগ্রোভ, উপকূলীয়, শাল, জলাভূমি ও সামাজিক বনায়ন মিলে দাঁড়ায় ১৭ ভাগ। যদিও থাকা দরকার ২৫ ভাগ। ঘাটতি মেটাতে দেশজুড়ে মুক্তিযুদ্ধে শহীদ স্মরণে ৩০ লাখ গাছ রোপণের কর্মসূচি পালন করছে বন মন্ত্রণালয়। চারা সংগ্রহ হচ্ছে বন বিভাগের নার্সারি থেকে। বেশি রোপন হচ্ছে দেশি ফলদ ও ওষধি গাছ।

বন বিভাগ উপ-বন সংরক্ষ উম্মে হাবিবা বলেন, বর্তমানে সরকারি নার্সারিতে যে সকল গাছ বিদ্যমান রয়েছে সেখানে তিন ধরনের গাছ রয়েছে। বনজ, ফলদ ও ওষধি। এগুলো রোপন করা হবে।

উদ্ভিদ বিজ্ঞানীরা জানান, রোহিঙ্গাদের আশ্রয় শিবিরের কারণে পাঁচ হাজার হেক্টর বন ভূমি নষ্ট হয়েছে। এছাড়া পার্বত্যাঞ্চল কমেছে আরো ৫০ হাজার হেক্টর বনভূমি। শালবন কমেছে ৬ হাজার ১৬০ ও সুন্দরবন কমেছে ১০ হাজার ৯৮০ হেক্টর ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ৩০ লাখ প্রজাতি হয়ে যাবে হয়তো আকাশমণি বা রেইনট্রি। বাংলাদেশের যারা বনকে ভালোবাসে তাদেরকে নিয়ে এই তালিকা তৈরি করলে হয়তো ভালো হতো।

তবে আশার কথা বনের বাইরে গাছপালার পরিমাণ ক্রমেই বাড়ছে। বনবিভাগের তথ্য অনুযায়ী, বিগত ১৮ বছরে দেশে এমন বনভূমি গড়ে উঠেছে তিন লাখ হেক্টর জমিতে।

সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়