শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৭:০৪ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রীকে উত্ত্যক্তে বাধা, অধ্যক্ষকে পিটিয়ে আহত

ডেস্ক রিপোর্ট: ছাত্রীকে উত্ত্যক্তে বাধা দেওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার ওসি এসএম আতাউর রহমান জানান।
গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে হুমায়ুন কবির নামে একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে কলেজে আসা যাওযার পথে প্রায়ই উত্ত্যক্ত করত দিপন আহমেদ মুন্না ও তার সহযোগীরা। মঙ্গলবার দুপুরে সহযোগীদের নিয়ে আবারও উত্ত্যক্ত করার সময় অধ্যক্ষ গোলাম হোসেন বিষয়টি দেখে তাদের বাধা দেন।

এতে মুন্নাসহ তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষের ওপর হামলা চালায়।

এসময় তাকে বাঁচাতে দপ্তরি ফয়জুর রহমান এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয় বলে জানায় তারা। এছাড়াও এ ঘটনায় ওই কলেজ ছাত্রীও আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অধ্যক্ষ ও দপ্তরি ফয়জুরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি আতাউর বলেন, পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

অপরদিকে অধ্যক্ষের ওপর হামলার ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল এবং শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখে।

পরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়ে অবরোধ তুলে নেয় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়