শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৬:৫৯ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ গাজার ‘রাফাহ সীমান্ত’ খুলে দিচ্ছে মিসর

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিসরের সিনাই উপত্যকার সংযোগস্থল রাফাহ সীমান্ত খুলে দিচ্ছে মিসর। গতবছর অক্টোবরে মিসরের সিনাই উপত্যকায় বিস্ফোরণের পর এ সীমান্তটি বন্ধ করে দেওয়া হয়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার দুইদিন ৪ঘন্টার জন্য খুলে দেওয়া হবে সীমান্তটি।

মিসরের পক্ষ থেকে জানানো হয়, দুইদেশের মধ্যে পরিবহণ ব্যবস্থাকে সচল রাখতেই সীমান্তটি উন্মুক্ত রাখা হবে। গাজার এএফপি প্রতিনিধি জানান, এরআগেও এ সীমান্ত খুুলে দেওয়া হয়েছিল তবে কাউকেই এখান দিয়ে পারাপার হতে দেখা যায়নি।

গাজা উপত্যকার সীমান্ত পারাপার বিষয়ক পরিচালক, মাহের আবু সাভা টাইমস অব ইসরায়েলকে জানান, যেসব নাগরিক বাইরে থেকে এসে গাজায় অবস্থান করছে, সীমান্ত তাদের জন্যই খুলে দেওয়া হয়েছে। কিন্তু কোনো ফিলিস্তিনি গাজা ত্যাগ করতে পারবেনা। যদিও মিসরের গণমাধ্যম অনুযায়ী, সাধারণ নাগরিক ও ত্রাণ পৌঁছানোর জন্যই এ সীমান্তটি খুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, আনাদুলু এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার থেকে ইসরায়েল গাজার সাথে বাণিজ্যিক সীমান্ত কেরেম শালম বন্ধ করে দেয়া হয়েছে। উল্লেখ্য, গতসপ্তাহ থেকে অবরুদ্ধ গাজার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের খসড়া প্রস্তুত করা হয়েছে। টাইমস অব ইসরায়েল, আনাদুলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়