শিরোনাম

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৯:২৮ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাম্পাসে জুনিয়রকে দিয়ে প্রাক্তন প্রেমিককে মারল ঢাবি ছাত্রী

ডেস্ক রিপোর্ট : প্রেমঘটিত বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে জুনিয়র শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীর অভিযোগ, প্রাক্তন প্রেমিকা ও একই বিভাগের সহপাঠীর নির্দেশে তাকে আহত করেছে জুনিয়ররা। মারধরে আহত আল আমিন বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন।

সোমবার (১৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল ক্যাফেটেরিয়ায়র সামনে তাকে মারধর করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আমজাদ হোসেন মনজুর নেতৃত্বে তাকে মারার অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আল আমিনের বন্ধুরা জানান, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের একই বর্ষের ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক সময়ে তাদের মাঝে সম্পর্ক খারাপ যাচ্ছিল। এর মধ্যে মেয়ে অন্য এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপরেও আল আমিন সম্পর্কের দাবি রাখলে তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে ওই ছাত্রী।

সোমবার রাতে আল আমিনকে ফোন করে ক্যাফেটেরিয়ার সামনে ঢেকে নিয়ে এসে মনজুরের নেতৃত্বে ১০-১২ জন তাকে ব্যাপক মারধর করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগেও বিভিন্নভাবে মারার হুমকির শিকার হওয়ায় শাহবাগ থানায় জিডি করতে গেলেও পুলিশ জিডি নেওয়া হয়নি বলে অভিযোগ আল আমিনের।

এদিকে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সালমা চৌধুরী তাকে দেখতে যান। বিভাগের পক্ষ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলে জানা যায়।

জানতে চাইলে অাহত অাল অামিন বলেন, অামাকে অামজাদ ফোন দিয়ে বলে হল ক্যাফেটারিয়ার সামনে অাসার জন্য। এই সময় সেখানে পূর্ব থেকে উপস্থিত প্রাক্তন প্রেমিকা তাকে দেখিয়ে দেয় অামজাদকে। এই সময় অামজাদের নেতৃত্বে ১০/১২ জন হামলা করে তার ওপরে।

এদিকে অভিযুক্ত সেই ছাত্রীর মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

হামলায় অভিযুক্ত অামজাদ হোসেন মঞ্জু প্রথমে কোনো কিছুই জানেন না বলে জানান। তবে কথা বলার এক পর্যায় তিনি বলেন, অামরা বন্ধুরা সিলেট ট্যুর এ যাবো। তাই উনাকে ফোন দিয়েছিলাম সিলেট ট্যুর এর বিষয় জানার জন্য। কিন্তু তার সাথে অামার দেখা হয়নি। তবে তাকে মারা হয়েছে বলে তিনি শুনেছেন বলে জানান।
সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়