শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৭:৩৬ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুটের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে সিরিজ শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ভারত। বিপরীতে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। হেডিংলির ওয়ানডেতে জো রুটের হার না সেঞ্চুরিতে ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ইংলিশরা।

ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সফরকারীরা স্কোরে যোগ করতে পারে ২৫৬ রান। জবাবে রুটের অপরাজিত ১০০ ও অধিনায়ক এউইন মরগানের হার না মান ৮৮ রানের ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ইংলিশরা।
ওপেনিংয়ের ব্যর্থতা ভুগিয়েছে ভারতকে। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া রোহিত শর্মা পুরোপুরি ব্যর্থ। ১৮ বলে করেছেন মাত্র ২ রান। আরেক ওপেনার শিখর ধাওয়ান অবশ্য জ্বলে উঠেছিলেন, কিন্তু দুঃখজনক রান আউটে ‘মৃত্যু’ ঘটে তার সম্ভাবনাময় ইনিংসটির। ৪৪ রান করে ফিরে যান তিনি প্যাভিলিয়নে।

তবে দাঁড়িয়ে গিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তার ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম হাফসেঞ্চুরিতে বড় স্কোরের স্বপ্ন দেখে সফরকারীরা। দলীয় সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলার পথে অধিনায়ক হিসেবে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি। মাত্র ৪৯ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান তিনি, তার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সতীর্থ ও সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের চেয়ে ১১ ইনিংস কম খেলে। ডি ভিলিয়ার্সের ৬০ ইনিংস ছিল আগের দ্রুততম।

আদিল রশিদের বলে কোহলি বোল্ড হওয়ার আগে এই স্পিনারের শিকার হয়েই প্যাভিলিয়নে ফেরেন দিনেশ কার্তিক। চমৎকার শুরু করেও ২২ বলে ২১ রানের বেশি করতে পারেননি তিনি। সুরেশ রায়না পুরোপুরি ব্যর্থ (১)। চেষ্টা চালিয়ে গেছেন অবশ্য মহেন্দ্র সিং ধোনি। ৬৬ বলে তার ৪২ রানের ইনিংসটি ভারতের স্কোর বাড়াতে সাহায্য করেছে। এরপর হার্দিক পান্ডিয়া (২১), ভুবনেশ্বর কুমার (২১) ও শারদুল ঠাকুরের (২২*) ইনিংসের ওপর ভর দিয়ে ২৫৬ রানে শেষ হয় ভারতের ইনিংস।

বোলিংয়ে চমৎকার দিন কাটিয়েছেন ডেভিড উইলি ও আদিল রশিদ, দুজনই পেয়েছেন ৩টি করে উইকেট।
২৫৭ লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডের শুরুটা মন্দ ছিল না। উদ্বোধনী জুটি থেকে স্বাগতিকরা পায় ৪৩ রান। জনি বেয়ারস্টোর আউটে ভাঙে উদ্বোধনী জুটি। মাত্র ১৩ বলে ঝড়ো ব্যাটিংয়ে বেয়ারস্টো করে যান ৩০ রান। আরেক ওপেনার জেমস ভিঞ্চও বেশিক্ষণ টিকতে পারেননি, রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ২৭ রানে। এরপরই শুরু জো রুট ও এউইন মরগানের ব্যাটিং জাদু।
তৃতীয় উইকেটে তাদের অবিছিন্ন ১৮৬ রানের ‍জুটিতে সহজ জয় পায় ইংলিশরা। আগের ম্যাচের ফর্ম হেডিংলিতেও ধরে রেখেছেন রুট, টানা দু্ই ওয়ানডে শতকের দেখা পেলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পূরণ করে এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ১০০ রানে। ১২০ বলের ইনিংসটি সাজান তিনি ১০ বাউন্ডারিতে। অধিনায়ক মরগান তার হার না মানা ৮৮ রানের ইনিংসে খেলেছেন ৯ বাউন্ডারি ও এক ছক্কা। ক্রিকইনফো, বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়