শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৭:৩৪ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফডিসিতে দুই সমিতিতে পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ১

মহিব্বুল হাসান :  রাজধানীর এফডিসিতে দুই সংগঠনের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন উৎপাদন ও ব্যবস্থাপনা সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মনির।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সহকারী পরিচালক সমিতি (সিডাব) এবং উৎপাদন ও ব্যবস্থাপনা সমিতির সদস্যদের মধ্যে এফডিসির কড়ই তলায় ‘বয়ফ্রেন্ড’ ছবির শুটিং সেটে এ ঘটনা ঘটে।

আহত মনিরের বিরুদ্ধে অভিযোগ, সহকারী পরিচালক সমিতির সদস্য না হয়েও তিনি শুটিং করছিলেন। এরপর গুরুতর আহত মনিরকে প্রথমে মগবাজার ইনসাফ হাসপাতালে নেওয়া হলে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

এ ঘটনায় তেঁজগাও শিল্প অঞ্চল থানায় আহত মনিরের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উৎপাদন ও ব্যবস্থাপনা সমিতির সহসভাপতি আবদুস সালাম।

চিত্রপরিচালক সমিতির পক্ষ থেকে বুধবার দুপুর ১২ টায় দু’পক্ষের মধ্যস্থতা করার জন্য সালিশ ডাকা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়