শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৬:২৫ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে শিশুর ইটের আঘাতে অপর শিশুর মৃত্যু 

সুজন কৈরী : রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় এক শিশুর ইটের আঘাতে অপর শিশুর মৃত্য হয়েছে। নিহত শিশুর নাম আলামিন হোসেন মুন্না (১০)। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিবেশী সিজান নামে একটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে কয়েকদিন আগে ঝগড়া হয় নিহত শিশু মুন্নার। এর সূত্র ধরে সিজানের ইটের আঘাতে মুন্না গুরুতর আহত হয়। পরে পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্না স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণির ছাত্র ছিল। খিলগাঁও মেরাদিয়া পোড়াবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তার বাবার নাম মো. আল মামুন। তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলায়।
হাসপাতালে শিশুটির প্রতিবেশী বিল্লাল জানান, ১০ থেকে ১৫ দিন আগে প্রতিবেশী সিজান নামে আরেক শিশুর সঙ্গে মুন্নার মারামারি হয়। এরই জের ধরে সিজান মঙ্গলবার বিকালে দক্ষিণ বনশ্রীর জে ব্লকের হাসিম মোল্লার নির্মাণাধীন বাড়িতে মুন্নাকে ডেকে নিয়ে গিয়ে তার মাথা ও মুখমণ্ডলে ইট দিয়ে আঘাত করে। মুন্নার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, সিজানকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মুন্নার লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়