শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৬:০৮ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএজি হিসেবে মুসলিম চৌধুরীর শপথ

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে শপথ নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সচিব মুসলিম চৌধুরী। মঙ্গলবার (১৭ জুলাই) তিনি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে শপথ নেন। তিনি মাসুদ আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

২০১৭ সালের ৩ অক্টোবর অর্থ সচিবের দায়িত্ব দেওয়া হয় মুসলিম চৌধুরীকে। তার আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন তিনি।

২০১৩ সালের ২৪ এপ্রিল মাসুদ আহমেদ সিএজির দায়িত্ব পান। গত ২৭ এপ্রিল তিনি অবসরে যান।
রবিবার (১৫ জুলাই) অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সিএজি (কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল) পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

একইসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব আবদুর রঊফ তালুকদার অর্থমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি আজ দায়িত্ব নেন। তিনি অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। সোমবার (১৬ জুলাই) সরকারের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

মুসলিম চৌধুরী ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড একাউন্টস্ ক্যাডারে যোগ দিয়ে কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস্, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং অর্থ বিভাগের উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন।

মুসলিম চৌধুরীর জন্ম ১৯৫৯ সালে চট্টগ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড একাউন্টিংয়ে ডিসটিংশনসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন।

আইএমএফ ইনস্টিটিউট এবং বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা ও সামষ্টিক অর্থনীতি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন মুসলিম চৌধুরী। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়