শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০২:৩৯ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউএসএইড বাংলাদেশের নতুন মিশন প্রধান ডেরিক ব্রাউন

তরিকুল ইসলাম :  ইউএসএইড বাংলাদেশের নতুন মিশন প্রধান ডেরিক এস ব্রাউন। নতুন দাপ্তরিক দায়িত্ব গ্রহণ করতে গত শনিবার তিনি ঢাকায় ঢাকা আসেন।  ইউএসএইড বাংলাদেশে যোগদানের আগে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ইউএসএইড অ্যাঙ্গোলার মিশন প্রধানের দায়ত্ব পালন করেন।

এছাড়া ইউএসএইড ইন্দোনেশিয়াতে তিন বছর মিশন উপপ্রধান ও এক বছর ভারপ্রাপ্ত মিশন প্রধান হিসেবেও কাজ করেন।  তার আগে তিনি বোতসোয়ানা, তানজানিয়া, মোজাম্বিক, ঘানা, ডমিনিকান রিপাব্লিক এবং আফগানিস্তানে কর্মরত ছিলেন বলে জানিয়েছে ইউএসএইড বাংলাদেশ অফিস।

কাউন্সেলর র‍্যাঙ্ক এর একজন জ্যেষ্ঠ পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা হিসেবে জনাব ব্রাউন এর রয়েছে ২৮ বছরেরও বেশি উন্নয়ন বিষয়ক কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশে বিদ্যমান উন্নয়ন প্রতিবন্ধকতাসমূহ মোকাবেলায় তিনি প্রস্তুত। ৯ই জুলাই ২০১৮ তে ডেরিক ব্রাউন ইউএসএইড মিশন প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন।

১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি’র মাধ্যমে বাংলাদেশকে সাত'শ কোটি ডলারেরও বেশী উন্নয়ন সহায়তা প্রদান করেছে। ২০১৭ সালে ইউএসএআইডি বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে প্রায় একুশ কোটি ডলার প্রদান করেছে।

ইউএসএআইডি বাংলাদেশে যে সকল কর্মসূচিতে সহায়তা প্রদান করছে তার মধ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রসার, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাদির সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা সেবার উন্নয়ন ও অভিযোজন এবং স্বল্প কার্বন উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন পরিস্থিতির সংগে খাপ খাওয়ানোর মতো বিষয়গুলো রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়