শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০২:৩১ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ জুলাই প্রধানমন্ত্রীর সংবর্ধনা সফল করতে ব্যাপক প্রস্তুতি আ’ লীগের

রফিক আহমেদ : আগামী ২১ জুলাই দল ও সরকারপ্রধান শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে সরকারি দল আওয়ামী লীগ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণসংবর্ধনাকে জনসমুদ্রে রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে দলটি। দলীয় কর্মসূচি হলেও এদিন সরকারের জনপ্রিয়তার জানান দিতে পুরো মাঠ লোকে লোকারণ্য ঘটানো হবে। ইতোমধ্যে এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড এবং সর্বশেষ ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মনে করে এসব অর্জন এবং উন্নয়নের একমাত্র অধিনায়ক শেখ হাসিনা। উন্নয়নশীল দেশের যে যাত্রা শুরু হয়েছে, শেখ হাসিনা নেতৃত্বে বলেই তা সম্ভব হয়েছে। দলনেতার এসব কৃতিত্বকে স্মরণীয় করতে গণসংবর্ধনার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

দলীয় সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বড় ধরনের শোডাউন করতে চায় আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি নিশ্চিত করা হবে। সংবর্ধনায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের সব ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণ থাকবে নজিরবিহীন। এদিন পুরো সোহরাওয়ার্দী মাঠ লোকে ভরে দিতে চায় সরকারি দলটি।

এছাড়া ঢাকার পাশর্^বর্তী মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া ও মুন্সীগঞ্জ জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী যোগ দেবে। বাস, ট্রাক ও রেলপথে নেতাকর্মী ঢাকায় এসে বর্ণিল মিছিল সহকারে সোহরাওয়ার্দী ময়দানে সমবেত হবে। ঢাকা ও ঢাকার বাইরের সংসদ সদস্য ছাড়াও সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরাও মিছিল সহকারে সমাবেশে যোগ দেবে। ২১ জুলাই বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে অবদান রাখায় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগ সভাপতির ২১ জুলাইয়ের এ গণসংবর্ধনাকে সাম্প্রতিক সময়ের সর্ববৃহৎ জনসভায় রূপ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সর্বশেষ গত সোমবার বিকালে ১৯ বঙ্গবন্ধু এভিনিউ ২য় তলায় প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে ৮ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, মানিকগঞ্জ, গাজীপুর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর ও মুন্সিগঞ্জের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আশপাশের জেলা-মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্য নিয়ে যৌথসভা করেছেন। ওই সভায় সহযোগী সংগঠনের নেতাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

এরপর স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগসহ কয়েকটি সংগঠন নিজেদের প্রস্তুতি সভাও করে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নেতৃত্বে মঞ্চ, মাঠ ও আশপাশের সাজসজ্জা উপ-কমিটি গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে পরিকল্পনা মোতাবেক কাজ শুরু করেছেন। অনুষ্ঠানের অন্যান্য কাজের দায়িত্বও ইতোমধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সমাবেশে সার্বিক নিরাপত্তার তত্ত্বাবধানে থাকবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সোহরাওয়ার্দী ময়দানসহ আশপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সরকারের উন্নয়ন ও অর্জনের তথ্যসম্বলিত পোস্টার, ফেস্টুন ও ব্যানার লাগানো হবে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সফল করার লক্ষে ব্যতিক্রম ধরনের প্রস্তুতি নিয়েছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। জয়বাংলা স্লোগানে প্রায় ২হাজার ছোট-বড় নৌকা আর নেতাকর্মীদের হাতে হাতে বর্তমান সরকারের উন্নয়নমূল চিত্র তুলে ধরে বিভিন্ন ফ্যাস্টুন-ব্যানার এবং ২শতাধিক প্রিকাপভ্যান সাজিয়ে সংবর্ধনায় যোগ দেবেন তিনি। এ লক্ষ্যে গত ১০ জুলাই মঙ্গলবার বিকেলে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল। এছাড়াও আলহাজ হাবিবুর রহমান মোল্লা এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ।

প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে নারায়নগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে সোনারগাঁও থেকে যোগ দেবে ১০ হাজার নেতাকর্মী। এ লক্ষে প্রতিদিনই সোনারগাঁও নির্বাচনী এলাকার আওয়ামী লীগ-যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের নেতদাকর্মীদের নিয়ে বিশেষ কর্মী সভা করছেন তিনি। বাস, মাইক্রোবাস এবং ঘোড়া নিয়ে নেতাকর্মীরা যোগ দেবেন সংবর্ধনা অনুষ্ঠানে আসবেন আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। তিনি জানান, ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে তৃণমূল নেতাদের নিয়ে প্রতিটি ইউনিয়নে কর্মী সমাবেশ ছাড়াও ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ২১ জুলাইয়ের সংবর্ধনা সফল করতে আগেরদিন রাজধানীর ফকিরাপুলে প্রায় অধিকাংশ আবাসিক হোটেল বুকিং দিয়েছেন চাদপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান খান বোরহান। ঐদিন ব্যতিক্রম কিছু করে প্রধানমন্ত্রীর সুনজরে আসতে চান তিনি।

রেদওয়ান খান বোরহান ২১ জুলাই চাদপুর থেকে ঢাকায় আগত নেতাকর্মী ও বসবাসরত প্রবাসিদের নিয়ে মিছিলে মিছিলে মুখরিত করতে চান প্রধানমন্ত্রীর সংবর্ধনা স্থান সোহরাওয়াদী উদ্যান। তিনি বলেন, ইতোমধ্যে চাদপুরে আমরা বিভিন্ন ইউনিটের সাথে যৌথসভা সম্পন্ন করেছি। নেত্রীকে সম্মান ও সংবর্ধনাকে সফল করতে নেতাকর্মীরা দুপুরের মধ্যে সোহরাওয়ার্দী মাঠে সমবেত হবে। একইভাবে কিশোরগঞ্জ-২আসনের মনোনয়ন প্রত্যাশী ডক্টর জায়েদ মোহাম্মদ হাবিবুল্লাহ হাতি-ঘোড়ার সাথে নৌকা নিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে উপস্থিত হবেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা স্থান সোহরাওয়াদী উদ্যানে। ঢাকা-৬ আসনের আরেকজ মনোনয়ন প্রত্যাশী ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু বাদ্যযন্ত্রের তালে তালে দলীয় নেতাকর্মীদের নিয়ে সোহরাওয়াদী উদ্যানের চারপাশে শোডাউন দিবেন। ঠাকুরগাও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ সুজাউল করিম চৌধুরী বাবুল ও মেহেরপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী এ কে এম কামরুজ্জামান, মুন্সীগঞ্জ-২ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক এডভোকেট রানু আখতার, যশোহর-৫ আসনে বীরমুক্তিযোদ্ধা ইউনুস আকবরসহ আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ উদ্যোগে সারাদেশ থেকে ভিন্ন ভিন্ন আয়োজন নিয়ে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সফল করতে সোহরাওয়াদী উদ্যানে হাজির হবেন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার বলেন, ২১ জুলাই প্রধানমন্ত্রীর সংবর্ধনাকে কেন্দ্র করে সবচেয়ে বড় শোডাউনের প্রস্তুতি নিয়েচ্ছে আওয়ামী লীগ। ঐদিন স্বেচ্ছাসেবক লীগের বিশাল কর্মীবহর পুরো সোহরাওয়ার্দী উদ্যানের শৃঙ্খলা বজায় রাখতে সেবকের দায়িত্ব পালন করবে।এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ বলেন, দুই মহানগরসহ আশপাশের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহন থাকবে চোখে পড়ার মতো। তিনি বলেন, ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া গণসংবর্ধনায় স্মরণকালের সর্ববৃহৎ একটা সমাবেশে রুপ দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়