শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০২:২৪ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ ‘এ’ দল

নিজস্ব প্রতিবেদক : ঘরের মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে অনানুষ্ঠানিক টেস্ট সিরিজটা ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে স্বাগতিকরা ঘুরে দাঁড়িয়েছে ওয়ানডে সিরিরজ। আজ সিলেটে বাংলাদেশ ‘এ’ ২ রানে হারিয়েছে শ্রীলঙ্কান যুবাদের। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।

এদিন প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা খুব একটা খারাপ হয়নি। মিজানুর রহমান-সৌম্য সরকারের উদ্বোধনী জুটিতে আসে ৪২ রান। ছন্দ হারিয়ে ফেলা সৌম্য ইনিংসটা লম্বা করতে পারেননি আজও। শেহান জয়াসুরিয়ার বলে আউট হওয়ার আগে বাঁহাতি ওপেনার করতে পেরেছেন ২৪ রান। সৌম্য না পারলেও মিজানুর এগিয়ে গেছেন ফিফটির দিকে। ৫০ পেরিয়ে ইনিংসটা তিন অঙ্কে নিয়ে যাওয়ার সুযোগ অবশ্য তিনি কাজে লাগাতে পারেননি। মাদুশঙ্কার বলে শেহানের ক্যাচ হয়ে ফিরেছেন ৬৭ রান করে।

বাংলাদেশ ‘এ’ দলকে ভালো স্কোর এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ফজলে মাহমুদ, মোহাম্মদ মিঠুন ও আরিফুল হক। বিশেষ করে ফজলে-মিঠুনের চতুর্থ উইকেট জুটি, এই জুটি যোগ করে ৯৫ রান। ফজলে রান আউট হয়েছেন ৫৯ রানে আর মিঠুন ৪৪ রান। ছয়ে নামা আরিফুলের ২২ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলকে ২৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়। আরিফুল তাঁর ঝকমকে ইনিংসটা সাজান ৩ চার ও ৪ ছক্কায়।

২৮১ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কানদের শুরুটা ভালো হয়নি। ৭২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কা ‘এ’ দলকে তবুও জেতার স্বপ্ন দেখিয়েছেন দাশুন শানাকা। শ্রীলঙ্কান এই মিডলঅর্ডার ব্যাটসম্যান শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে করেছেন ৭৮ বলে ৭৮। শ্রীলঙ্কা অলআউট হয়েছে জয় থেকে ২ রান দূরে থেকে, পুরো ৫০ ওভার খেলে। ৭২ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের সবচেয়ে সফলতম বোলার খালেদ আহমেদ। আরেক পেসার শরিফুল ইসলাম পেয়েছেন ৩ উইকেটে ৫৪। ব্যাট হাতে যেমন অসাধারণ খেলেছেন বোলিংয়েও দারুণ করেছেন আরিফুল—পেয়েছেন ৪২ রানে ২ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের নায়ক তিনিই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়