শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০২:১৫ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে টেক্সটাাইল মিলে আগুন

এম এ হাকিম ভূঁইয়া, আড়াইহাজার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার গোপালদীর উলুকান্দী এলাকায় এস বি টেক্সটাইল নামে একটি কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠানে আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় এক কোটি টাকা মালের ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষের দাবী। খবর পেয়ে আড়াইহাজার ও মাধবদী থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে নেয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি মালিক সাইদুল ইসলাম জানান, এস বি টেক্সটাইলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুননের সূত্রপাত হয়েছে। আড়াইহাজার ও মাধদদী হতে ফায়ারসার্ভিস এর দুটি ইউনিট প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনায় ৪৮ টিমেশিন, কাপড়, সুতা ও দুটি টিনসেড ঘরসহ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার লিয়াকত হোসেন বলেন, প্রথামিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে মনে হচ্ছে। তবে তদন্ত করে সঠিকভাবে বলা যাবে। এ ঘটনায় প্রায় কোটি টাকার মালামালের ক্ষতি হয়ে থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়