শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০১:৫৫ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন চারটি জোনসহ পদ বাড়ছে ৪শ’৭৪টি

আসাদুজ্জামান সম্রাট : দেশের ক্রমবর্ধমান উন্নয়ন কর্মকা-ের সঙ্গে সক্ষমতা বৃদ্ধির জন্য উন্নয়ন অবকাঠমো নির্মাণ ও সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত দেশের অন্যতম প্রধান প্রকৌশল প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রমও বিস্তৃত হচ্ছে। ৪৭৪টি নতুন পদ সৃজনসহ বাড়ছে এর জোন, সার্কেল ও ডিভিশন। ইতিমধ্যে সচিব কমিটি প্রস্তাবিত জনবল কাঠামো অনুমোদন করেছেন। প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরপরই ঢেলে সাজবে এ প্রতিষ্ঠানটি।

প্রধানমন্ত্রী নতুন জনবল কাঠামো অনুমোদন করলে গণপূর্ত অধিদপ্তরের নতুন চারটি জোন প্রতিষ্ঠিত হবে। বর্তমানে বিদ্যমান ঢাকা জোন ভেঙ্গে তিনটি জোন তৈরি হবে। এগুলো হচ্ছে ঢাকা মেট্রোপলিটন জোন, ঢাকা জোন ও ময়মনসিংহ জোন। ব্যাপক উন্নয়ন কর্মকা- হওয়ায় গোপালগঞ্জে আলাদা আরো একটি জোন প্রতিষ্ঠা হবে। সে হিসেবে নতুন চারটি অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদ সৃষ্টি হচ্ছে।
নতুন যেসব সার্কেল হবে সেগুলো হলো, টাঙ্গাইল সার্কেল, পার্বত্য রাঙ্গামাটি সার্কেল, দিনাজপুর সার্কেল, গোপালগঞ্জ সার্কেল ও পাবনা সার্কেল। ঢাকায় বিদ্যমান তিনটি সার্কেলের বাইরে ঢাকা-৪ নামে নতুন আরো একটি সার্কেল হবে। এসব সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পাশাপাশি নতুন নির্বাহী প্রকৌশলীর পদও বাড়ছে।

নতুন জনবল কাঠামোতে গণপূর্তের ইলেকট্রিক বিভাগের জনবল সবচে’ বেশি বাড়ছে। নতুন একটি অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদসহ বাড়ছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীর পদও। নতুন যেসব সার্কেল হচ্ছে সেগুলো হলো-ঢাকা গণপূর্ত ই/এম সার্কেল-৪, গণপূর্ত ই/এম প্লানিং সার্কেল, গণপূর্ত ই/এম ডিজাইন সার্কেল এছাড়া গণপূর্ত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম-এমইএস সার্কেল। এসব সার্কেলে একটি করে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ সৃষ্টি হবে।

এছাড়া নতুন করে ইএম/পিএন্ডডি বিভাগ হচ্ছে ময়মনসিংহ ও গোপালগঞ্জে। বিদ্যমান ই/এম পিএ-ডি বিভাগে ১ এবং ২ এর পাশাপাশি আরেকটি ই/এম পিএ-ডি বিভাগ-৩ যুক্ত হচ্ছে। গণপূর্ত ই/এম বিভাগ ৯, ১০ ও ১১, ই/এম প্ল্যানিং বিভাগ ১, ২ ও ৩, ই/এম এমআইএস-১, ২ এবং ৩, ই/এম ডিজাইন ১, ২ এবং ৩ বিভাগ হচ্ছে। এসব বিভাগের জন্য নির্বাহী প্রকৌশলীসহ পিডব্লিউডি ট্রেনিং একাডেমী ও টেস্টিং ল্যাবরেটরির জন্য আরেকটি নির্বাহী প্রকৌশলীর পদ সৃজন করা হচ্ছে।

দেশের ক্রমবর্ধমান উন্নয়ন কর্মকা-ের মধ্যে বিদ্যমান জনবল কাঠামোতে নির্মাণ ও সংস্কার কাজ তদারকি কঠিন হয়ে পড়ায় গণপূর্ত অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ নেন এর প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া। জনবল কাঠামো বৃদ্ধির বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত হলেও ইতিপূর্বে কেউ এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাননি। তিনি দায়িত্ব নেয়ার পর এ ব্যাপারে উদ্যোগী হন। জনবল কাঠামো অনুমোদন হলে গণপূর্ত অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিও পাশাপাশি এ অধিদপ্তরে কর্মরত প্রকৌশলীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়