Skip to main content

বাগেরহাটে সাড়ে ৭ ফুট অজগর উদ্ধার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে জেলের জালে মঙ্গলবার বিকেলে ৪ টায় ধরা পড়েছে সাড়ে ৭ ফুট লম্বা অজগর সাপ। খবর পেয়ে গুলিশাখালী ফরেষ্ট টাইগার রিসোর্স টিমের সদস্য বারেক হাওলাদার, মুজিবর সরদার, বনপ্রহরী আব্দুল মালেক অজগরটি উদ্ধার করে উপজেলা প্রশাসন দপ্তরে নিয়ে আসে । এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল উপস্থিত ছিলেন। পরে ফরেষ্টর মনিরুল ইসলাম খান নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, এএসআই পলাশ শেখ, ইউপি সদস্য মনিরজ্জামান জসিম মৃধা, মিলন তালুকদারের উপস্থিতিতে সাপটি পূর্ব সুন্দরবনের গুলিশাখালী ফরেষ্টে অবমুক্ত করেন। অমাবস্যার তিথির প্রভাবে সুন্দরবনে ঢুকে পড়া অতিরিক্ত পানির তোড়ে সাপটি নদীতে চলে এসেছে বলে বন কর্তৃপক্ষ জানায়।

অন্যান্য সংবাদ