শিরোনাম

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ১২:০৯ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত সরবারহে ২য় দিনের মতো কমলো তেলের দর

আসিফুজ্জামান পৃথিল: তেলের অতিরিক্ত সরবারহের শঙ্কায় বৃহষ্পতিবার টানা ২য় দিনের মতো কমে গেছে জ্বালানী তেলের দর। এদিন অপরিশোধিত জ্বালানী তেল ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি কমেছে ০.৫ শতাংশ বা ৩২ সেন্টস ।

এদিন আন্তর্জাতিক সময় সকাল ৬টা ৩৮ মিনিটে ব্যারেলপ্রতি অপরিশোধিত জ্বালানী তেলের দর দাঁড়ায় ৭১.৫২ ডলার। যা ১৭ এপ্রিলের পর সর্বনিম্ন। সোমবার এই তেলের দর একলাফে ৪.৬ শতাংশ কমে গিয়েছিলো। এদিকে টেক্সাসের ইন্টারমিডিয়েট ক্রুডের দর কমেছে ৩১ সেন্টস। মঙ্গলবার এর দর দাঁড়িয়েছে ৬৭.৭৫ ডলার। সোমবার এর দর কমেছিলো ৪.২ শতাংশ।

সিডনির সিএমসি মার্কেটস এর প্রধান বাজার বিশ্লেষক মাইকেল ম্যাককার্থি বলেছেন, ‘সারা বিশ্বে এখন একটি আশঙ্কা, বানিজ্য যুদ্ধে ক্ষতিগ্রস্থ হওয়া। তেলের দাম বাড়ার এটাও কারণ।’ তিনি আরো মনে করেন বানিজ্য যুদ্ধের শঙ্কাতেই তেলের চাহিদা সরবারহের তুলনায় কমে গেছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়