শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ১০:১৫ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় অবশেষে মামলা

রক্সী খান, মাগুরা: মাগুরায় বাক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবতী (২৭)কে ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ধামাচাপা দিতে ৫ দিন ধরে চেষ্টা চালিয়েছে স্থানীয় প্রভাবশালীরা।

প্রতিবন্ধী ওই যুবতীর মা মাগুরা সদর আজ সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগে জানান- গত ১২ই জুলাই বৃহস্পতিবার দুপুরে তার দুই প্রতিবন্ধী কণ্যা স্থানীয় ঘোড়ানাছ গ্রামের টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিরছিলেন। পথে ঘোড়ানাছ এলাকার বখাটে ও মাদকসেবী সোহেল মোল্যা (২৫) বুদ্ধি প্রতিবন্ধী বড় মেয়েটিকে আওয়াল মোল্যা নামে এক ব্যক্তির পরিত্যাক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ছোট মেয়েটি আশপাশে প্রতিবেশীদের খবর দেন। খবর পেয়ে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে।

লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ধর্ষক সোহেল মোল্যা পালিয়ে যায়। পরে স্থানীয় মাতব্বর ইদ্রিস মেম্বর, রবিউল মোল্যা, কুদ্দুস মোল্যা, জয়েন উদ্দিন, আবুল কালামসহ কয়েকজন সালিশ মিমাংসার আশ্বাস দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে মাগুরা সদর হাসপাতালের ওয়ান স্পট ক্রাইসিস সেল এর সহযোগিতায় মাগুরা সদর থানায় মামলা করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুব আল হাসান জানান- এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে। সালিশযোগ্য নয় এমন অপরাধকে সালিশের নামে যারা সময় ক্ষেপন করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়