Skip to main content

বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে মেডেল চুরি (ভিডিও)

আক্তারুজ্জামান: সফলতার তকমা নিয়ে শেষ হলো রাশিয়া বিশ্বকাপ। বিশ্বকাপের একুশতম আসরের শিরোপা ঘরে তুলেছে ফ্রান্স। সেই আসরেই প্রথমবার শিরোপা ছোঁয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে ক্রোয়েশিয়ার। গত রোববার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ক্রোয়েটদের ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে ফরাসিরা। সফল আসরে হঠাৎ করেই বিতর্কের দেখা মিলেছে ফাইনাল ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফদের মেডেল বিতরণের সময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে ঐ পুরস্কার বিতরনী অনুষ্ঠানের। যেখানে দেখা গেছে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত এক নারী একটি মেডেল নিজের পকেটে ঢুকিয়ে নিয়ে লুকিয়ে রাখছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, তিনি মেডেলটি সকলের অগোচরে লুকিয়ে ফেলেন। ঐ দিন মস্কোতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়কদের মঞ্চে ডেকে সোনার মেডেল পরিয়ে দেওয়া হয়। ফরাসি মিডফিল্ডার অ্যান্তোনিও গ্রিজম্যানের পর ডাকা হয় দেশটির কোচ দিদিয়ের দেশমকে। গ্রিজম্যানের গলায় মেডেল পরিয়ে দেন পুতিন, এরপরই ঘটে মেডেল লুকিয়ে রাখার সেই ঘটনা। পুরস্কার বিতরণী ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নো ইনফান্তিনো, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। উপস্থিত ব্যক্তিবর্গের পাশেই ছিলেন ঐ নারী। তবে তার পরিচয় এখনো জানা না যাওয়ায় প্রকাশ করা হয়নি। সকার লাডুমা https://www.youtube.com/watch?v=DznzVZ81z5M&feature=youtu.be&t=26