শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০৯:৪১ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে প্রাইভেট কারে বিদেশি মদসহ আটক ১

ডেস্ক রিপোর্ট : নগরের কোতোয়ালী থানার টেরিবাজার এলাকা থেকে প্রাইভেট কার তল্লাশি করে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুলাই) সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেরিবাজারের হোটেল আল ইমামের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় ৯৬ বোতল ‘অ্যাবসলিউট ভদকা’ নামের বিদেশি মদসহ মো. উজ্জ্বলকে (২৭) গ্রেফতার করা হয়।

চরজব্বর থানার (সুবর্ণচর) হাজির হাট এলাকার মো. শাহিনের ছেলে মো. উজ্জ্বল বর্তমানে বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর আলমগীর সড়কের ৩ নম্বর গলির খালেক জমিদারের ভাড়াটিয়া।

জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা। উজ্জ্বল মদের বিপরীতে বৈধ কাগজপত্র বা আমদানির প্রমাণপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে তিনি বিদেশি মদগুলো চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রির জন্য নিয়ে যাওয়ার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান ওসি মহসীন।-বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়