শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০৮:১৯ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের প্রেক্ষাগৃহে মুখোমুখি শাকিব-জিৎ

মহিব্বুল হাসান: বাংলাদেশের বর্তমান সময়ের শীর্ষ নায়ক শাকিব খান ও টালিগঞ্জের জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। দুজনার ছবি এর আগে ঈদ উৎসবে মুক্তি পেয়েছিল। চলতি বছরে আবারও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুখোমুখি দুই বাংলার দুই জনপ্রিয় মুখ। ‘ভাইজান এলো রে’ নিয়ে আসছেন শাকিব খান এবং জিৎ হাজির হচ্ছেন ‘সুলতান’ নিয়ে।

এর আগের এ দুই নায়কের ছবি যৌথ প্রযোজনার মাধ্যমে মুক্তি পেয়েছিল। কিন্তু এবার পুরোপুরি মুক্তি পাচ্ছে কলকাতার ছবি। এসকে মুভিজ এর ব্যানারে নির্মিত হয়েছে ‘ভাইজান এলো রে’ সিনেমাটি। গ্রাসরুট এন্টারটেইনমেন্ট লিমিটেড নির্মাণ করেছে জিতের 'সুলতান' সিনেমাটি। দুটি ছবিই বাংলাদেশে মুক্তি পাচ্ছে আমদানির ভিত্তিতে। তার আগে পশ্চিমবঙ্গে ঈদ উপলক্ষে দুটি ছবি মুক্তি পেয়েছিল।

‘ভাইজান এলো রে’ আমদানি করছে এন ইউ আহমেদ ট্রেডার্স। 'ভাইজান এলো রে' সিনেমাটির প্রযোজনা সংস্থা, এসকে মুভিজ ছবিটি আগামী ২০ জুলাই মুক্তি দিবে। সেন্সরবোর্ডের সূত্রে জানা গেছে শিগগিরই প্রদর্শনের জন্য ছাড়পত্র পাবে ছবিটি। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার।

এদিকে, জিতের ছবিটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। কোনও কাটাছেড়া ছাড়াই গতকাল রোববার বাংলাদেশে প্রদর্শনের অনুমতি পেয়েছে কলকাতার জনপ্রিয় নায়ক জিতের চলচ্চিত্র ‘সুলতান’। এই ছবিটিও মুক্তি পাবে আগামী ২০ জুলাই। খবর নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া। ‘সুলতান’ ছবিতে জিৎ-মিম ছাড়াও অভিনয় করেছেন কলকাতার প্রিয়াঙ্কা সরকার। ছবিটি যৌথ প্রযোজনা হিসেবে গত ঈদে বাংলাদেশে মুক্তি দেওয়ার চেষ্ট করা হয়েছিল। কিন্তু নতুন নীতিমালার কারণে ছবিটি মুক্তি পায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়