শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০৬:২৬ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে মন্তব্যে রোষানলে ট্রাম্প!

সান্দ্রা নন্দিনী: ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে মস্কোর পক্ষ অবলম্বন করে বক্তব্য দেওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রচারণায় কোনও হস্তক্ষেপ করেনি রাশিয়া।

মার্কিন কংগ্রেসে শীর্ষ রিপাবলিকান ও হাউজ স্পিকার পল রায়ান বলেন, ট্রাম্পের অবশ্যই বিষয়টি লক্ষ্য রাখা উচিৎ যে রাশিয়া কোনকালেই যুক্তরাষ্ট্রের মিত্র না।

আরেক রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেন, ট্রাম্পের মন্তব্যটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ‘অমর্যাদাকর’।

সাবেক সিআইএ প্রধান জন ব্রেনান এক টুইটবার্তায় বলেন, ‘ট্রাম্পের এধরণের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল।’

আবার, সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চার হেগাল বলেন, ‘এটা এখন কংগ্রেসের দায়িত্ব হবে তারা বিষয়টিতে কী পদক্ষেপ নেবে। কেননা, বিষয়টি রিয়েল এস্টেট ব্যবসায় নয়, এটি রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত একটি বিষয়।’

অন্যদিকে, সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান জেমস ক্লেপার বলেছেন, ‘ট্রাম্পের বক্তব্যটি এখনও আমার কাছে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে।’

প্রসঙ্গত, হেলসিংকিতে প্রায় ২ঘণ্টাব্যাপী চলা ট্রাম্প-পুতিন বৈঠকের পর অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি নির্বাচনে রুশ সম্পৃতার বিষয়ে তার নিজদেশের গোয়েন্দা সংস্থা(এফবিআই) এর ওপর বিশ্বাস রাখেন নাকি রুশ প্রেসিডেন্টের ওপর?

এর জবাবে ট্রাম্প বলেন, ‘পুতিন নিজে আমাকে বলেছেন এতে রাশিয়া কোনভাবেই জড়িত নয়। আর আমারও মাথায় ঢোকে না তারা একাজ কেন করতে যাবে।’ বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়