শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০৫:১৩ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে: প্রধানমন্ত্রী

জান্নাতুল ফেরদৌসী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যেন ক্ষুধায় কষ্ট না পায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। আমরা এমন পরিমাণে ভাতা দেবে যা দিয়ে আপনি আপনার খাবারের ব্যবস্থা করতে পারবেন। দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে।

মঙ্গলবার (১৭ জুলাই) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা সুবিধাভোগীদের ভাতাসমূহ ইলেকট্রনিক উপায়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি এসময় এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহারা মানুষদের বাসস্থানের ব্যবস্থা করেছি। বিএনপি জামায়াত মানুষের গুরু চুরি, হত্যা, বোমা মারাসহ বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করেছে। জনসংখ্যার সঙ্গে সঙ্গে আমরা ভাতার সংখ্যা বৃদ্ধি করেছি। জনগণ ভোট দিলে আবার ক্ষমতায় আসবো। এটা আল্লাহর ওপর নির্ভর করছে।

তিনি আরো বলেন, মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য। বিএনপি জামায়াত ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। কমিউনিটি ক্লিনিকে যারা সেবা পাবে তারা নাকি নৌকা মার্কায় ভোট দেবে। সেই জন্য বন্ধ করে দিয়েছিলো। সূত্র: সময় টিভি, চ্যানেল টোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়