শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০৪:০৪ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবাদ ছাড়া আমাদের মুক্তির উপায় নেই

লাকী আক্তার : আন্দোলনকারীদের উপর যখন অত্যাচার চলছে, সকল শিক্ষকরাই নিশ্চুপ। তার মধ্য থেকে তানজীমউদ্দীন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক, শিক্ষার্থীদের ন্যায্য দাবীর আন্দোলনে যাকে সবসময় পাশে পাওয়া যায়। এই ঘুণে ধরা বিশ্ববিদ্যালয়গুলোতে যখন বেশিরভাগ শিক্ষক মুখ বন্ধ করে রেখে চুপচাপ, সব কিছু পর্যবেক্ষণ করছেন, তখন তানজীম উদ্দীন স্যারের মত কিছু শিক্ষক অন্যায়ের প্রতিবাদ জোর গলায় করে যাচ্ছেন। আমাদের আশা যোগাচ্ছেন। আমাদের অভয় দিয়ে বলছেন, আমরা তোমাদের পাশে আছি। আমরা এই গুটিকয়েক শিক্ষকদের উপরেই আস্থা রাখি।

এবারের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনেও শিক্ষার্থীদের উপর বর্বরতার বিরুদ্ধে এবং অবিলম্বে তাদের মুক্তির দাবিতে তিনি আন্দোলনের সাথেই আছেন। সুতরাং এতে বিরোধীতাকারীরা ক্ষুব্ধ হবেন, এটাই স্বাভাবিক। তারা শিক্ষকদের উপর হামলা করলেও অবাক হওয়ার কিছু নেই। গতকালও শহীদ মিনারে শিক্ষার্থীদের আন্দোলনে যখন ছাত্রলীগের নেতৃত্বে বর্বরোচিত হামলা হচ্ছে, তখন তানজীম স্যার সেখানে গিয়েছিলেন।

এর ফলে তার উপর রুষ্ট হয়েছেন আক্রমণকারীরা। তাই দম্ভের সাথে আঙুল তুলে তারা স্যারকে শাসিয়েছেন। তাই আমরা বলবো যে, এ অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলতে হবে আমাদের শিক্ষকদের উপর লাঞ্ছনা আমরা কখনই মানি না। তার একটি প্রতিকার আমরা চাই। তাই তাদের এই শাসানির বিরুদ্ধে আমাদের আরো সংঘবদ্ধভাবে দাঁড়াতে হবে। শাসককের এই দম্ভ ভাঙতেই হবে! এ ছাড়া আমাদের মুক্তি নেই!

পরিচিতি : বাংলাদেশ কৃষক সমিতির নির্বাহী সদস্য /মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়