শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০৩:৩৮ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি দোটানায় থাকলেও ভোটে যেতে চায় শরিকরা

ইত্তেফাক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের অবস্থান এখনও ধোঁয়াশে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না-দলের দায়িত্বশীল নেতাদের কেউ কেউ মাঝেমধ্যে এমন অবস্থানের কথা বললেও পরক্ষণেই আবার বলছেন এবার আর একতরফা নির্বাচন হতে দেয়া হবে না। বিএনপির অবস্থান এরকম অস্পষ্ট হলেও দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকদের বেশিরভাগই নির্বাচনমুখী। জোটের অন্যতম শরিক জামায়াতসহ কয়েকটি শরিক দলের দায়িত্বশীল নেতাদের সাথে কথা বলে জানা গেছে, বিএনপির রাজনৈতিক ভাগ্যের চেয়ে তারা এখন নিজেদের ভাগ্যের কথাই বেশি ভাবছেন। সেক্ষেত্রে এসব শরিক নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ভেতরে-ভেতরে গোছগাছ করছেন। কেউ কেউ এমন ইঙ্গিতও দিলেন, কোনো কারণে বিএনপি আবারও নির্বাচন বয়কট করলে এসব শরিক দলকে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় দেখা যেতে পারে।

বিএনপির অন্যতম জোটসঙ্গী জামায়াতের একাধিক নেতা ইত্তেফাকের সঙ্গে আলাপকালে জানান, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের শীর্ষ নেতাদের দণ্ড কার্যকর হওয়ায় দলের নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে। দলের অর্থ যোগানকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা না করতে পারায় রাজনৈতিকভাবে বেকায়দায় রয়েছে জামায়াত। অন্যদিকে দলের শীর্ষ নেতাদের দণ্ড কার্যকরের পর বিএনপিকে কার্যকরভাবে পাশে না পাওয়ার কারণেও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার না করার এটাও অন্যতম কারণ। এসব দিক বিবেচনায় নিয়ে এবং নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে আগামী জাতীয় নির্বাচনে কৌশলে অংশগ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান জামায়াতের এই নেতারা।

নির্বাচন কমিশন ইতোমধ্যে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে ‘নিবন্ধন’ ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ হারানোর পরেও জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির একাধিক দায়িত্বশীল নেতা। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আশা করছি আমরা ২০ দলের সঙ্গে জোটগতভাবেই নির্বাচন করবো। সেক্ষেত্রে আমাদের প্রতীকের কোনো সমস্যা হবে না। আমরা স্বতন্ত্রভাবেই নির্বাচন করবো। যেই যেই আসনে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী থাকবেন সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে যে যেই প্রতীক পাবেন তা নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২০ দল শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) নিজেদের মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দলের একাধিক নেতা ইত্তেফাককে জানান, ৩৫ থেকে ৪০টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকাও প্রস্তুত করেছে এলডিপি। এসব সম্ভাব্য প্রার্থীকে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের কেন্দ্র থেকে প্রয়োজনীয় দিক-নির্দেশনাও দেয়া হয়েছে। এলডিপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত্ হোসেন সেলিম জানান, এলডিপি ২০ দলের শরিক হলেও দল হিসাবে স্বতন্ত্র। সেই লক্ষ্যে দলীয়ভাবে নির্বাচনের প্রস্তুতি রাখা হচ্ছে। পরবর্তীতে বিএনপির সঙ্গে আসন নিয়ে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে এলডিপি’র দায়িত্বশীল নেতারা জানান, বিএনপি আবারও নির্বাচন বয়কটের পথে হাঁটলে সেক্ষেত্রে এলডিপির ভূমিকা কী হবে তা বলা মুশকিল।

বিএনপি জোটের আরেক গুরুত্বপূর্ণ শরিক বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি নিবন্ধিত দল। দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ইত্তেফাকের সঙ্গে আলাপকালে বলেন, ‘বিজেপি সবসময়ই নির্বাচনমুখী দল। আমরা কখনও বলিনি-নির্বাচনে যাব না। আমরা চাই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’ পার্থ জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে বিজেপি সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে। যেসব আসনে বিজেপি’র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে, সেইসব আসনকেন্দ্রিক নির্বাচনী পরিকল্পনার কাজ চলছে।

প্রয়াত কাজী জাফর আহমদের নেতৃত্বে এরশাদের জাতীয় পার্টি (জাপা) থেকে বেরিয়ে আসা নেতারা নিজেরা একত্রিত থেকে বিএনপির জোটের সঙ্গে রয়েছেন। দলের নিবন্ধন না থাকায় বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন তারা। কাজী জাফরের অনুসারী এই নেতাদের মধ্যেও ইতোমধ্যে কিছু ইস্যুতে মতপার্থক্য দেখা দিয়েছে। কয়েক নেতা ইত্তেফাকের সঙ্গে আলাপকালে জানান, বিএনপি আগামী নির্বাচনেও অংশ না নিলে সেক্ষেত্রে তাদের কেউ কেউ এরশাদের দলে ফিরে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন।

২০  দলের শরিক দলগুলোর কয়েকটি দলের প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বয়কটের কোনো পূর্বসিদ্ধান্ত তাদের ছিল না। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি প্রতিকূলে চলে যাওয়ায় তারাও বিএনপির পথে হাঁটেন। তবে এবার আগে থেকে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করার মতো সময়-সুযোগ থাকায় আবারও নির্বাচন বয়কটের পথে হাঁটার সম্ভাবনা খুবই কম। জানা গেছে, ২০ দলের শরিকদের মধ্যে কয়েকটি ইসলামী দলও আগামী নির্বাচনকে সামনে রেখে নিজেরা স্বতন্ত্রভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন। নির্বাচনের তফসিল ঘোষণা ও বিএনপির অবস্থান দেখে তারা সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।

এদিকে একাদশ নির্বাচনকে সামনে রেখে নিজেদের জোট অটুট রাখার পাশাপাশি একটি বৃহত্তর জাতীয় জোট গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে বিএনপি। বৃহত্তর জোটে অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা, আ.স.ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও  ড. কামাল হোসেনের গণফোরামকে সম্পৃক্ত করতে চান বিএনপির শীর্ষ নেতৃত্ব। তবে বিভিন্ন ইস্যুতে বিএনপির সঙ্গে এই দলগুলোর, এমনকি দলগুলোর ভেতরেও মতপার্থক্য দেখা দিয়েছে। বিশেষ করে বিকল্পধারা ও জেএসডি আগামী নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সাংগঠনিক তত্পরতা শুরু করে দিয়েছে।

এসব বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০ দলে কোনো অনৈক্য নেই। তবে আমরা বারবারই বলেছি, বিএনপিকে ও ২০ দলকে ভাঙতে সরকার নানামুখী তত্পরতা চালাচ্ছে। সরকার চাচ্ছে আবারও একতরফা একটা নির্বাচন করে যে কোনো মূল্যে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে। ফখরুল জানান, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি বৃহত্তর জাতীয় জোট গঠনে বিভিন্ন দলের সঙ্গে কথা বলছে। সবাই যেহেতু সুষ্ঠু নির্বাচন চান এবং গণতন্ত্র, মানবাধিকার ও বাকস্বাধীনতা চান, সেজন্য মানসিকভাবে বৃহত্তর এই ঐক্য সৃষ্টি হয়ে আছে। সামনের দিনগুলোতে এই ঐক্য আরও দৃঢ় হবে বলে আশা ফখরুলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়