শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০৩:৪৪ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া ম্যাজিস্ট্রেট ফেসবুকে ভাইরাল

রবিন আকরাম : ফেসবুকে একলোক নিজেকে বিসিএস এর ২৯ তম ম্যাজিস্ট্রেট হিসেবে দাবি করতেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে জহুরুল ইসলাম জাহিদ নামের এই লোক আসল বিসিএস পাশ করা লোকের ফেসবুক থেকে সব কপি করে নিজের নামে চালিয়ে যাচ্ছে।

তার এই অপকর্ম ও সত্যতা যাছাই করার চেষ্টা করেন মো. সাহিদুল ইসলাম সাহিন। ঘটনার সত্যতা প্রমান পেয়ে সাহিন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সাহিনের ভাষায়, ভুয়া ক্যাডার হতে সাবধান। ছবির ব্যক্তি নিজেকে এডমিন ক্যাডার ২৯ তম বলে দাবি করে। কিন্তু ওনি নূর ভাইয়ের স্ট্যাটাস হুবহু কপি করে পোস্ট করেন, আবার পদের নাম ভুল করে প্রোফাইলে এড করেন। তখন থেকেই সন্দেহ শুরু। অবশেষে ২৯ তম মেধাক্রম এর আসল ব্যক্তিকে খোজার চেষ্টা করলাম। জাহিদ সাহেবের (ভুয়া) সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কানেক্ট করতে পারলাম না।

তারপর গ্রুপে একটা পোস্ট দিলাম রোল নাম্বার সহ। পোস্টে আকিব উসমান ভাইয়ের বন্ধু কমেন্টস করলেন, উনি ১০০% সিউর হয়ে বললেন ২৯ তম মেধাক্রম আকিন উসমান ভাইয়ের। পরে উনার কাছ থেকে আকিব ভইয়ের নাম্বার নিয়ে কথা বলে নিশ্চিত হলাম।

এদিকে ভুয়া ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম জাহিদ সাথে যোগাযোগের চেষ্টায় সে কোনো প্রকার তথ্য দিতে পারে নি। তিনি ম্যাজিস্ট্রেট পদের নাম ঠিক মত জানে না! ওনি প্রতারণা করার পায়তারা করতেছে। এর অাগের বিসিএসে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে ৪টি বিয়ে করার ঘটনা ঘটেছে।

তাই অনেকেই এই প্রতারণা থেকে সাবধান থাকার জন্য ইঙ্গিত দিয়েছেন। এবং অাইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়