শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০২:১৩ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরে কুমুদিনী কলেজ মোড়ে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে পুলিশ সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৪ জন।আহতরা হলেন সোনারগাঁও থানা পুলিশের ৩ সদস্য ও মাইক্রোবাস চালক।

মঙ্গলবার (১৭ জুলাই) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

মাইক্রোবাসে থাকা সোনারগাঁও থানার এসআই তানভীর আহমেদ জানান, অপহৃত এক তরুণীকে উদ্ধারে বাদীপক্ষের লোকজনসহ রাজশাহীতে যায় সোনারগাঁও থানা পুলিশের একটি দল। পরে অপহৃত তরুণীকে উদ্ধার করে রাজশাহী থেকে সোনারগাঁও ফেরার পথে টাঙ্গাইলের কুমুদিনী কলেজ মোড়ে পৌঁছালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলেই মারা যান উদ্ধার হওয়া তরুণী সোনারগাঁওয়ের ভবনাথপুর গ্রামের জান্নাতুল ফেরদাউস বন্যা ও তার খালাতো ভাই মোহাম্মদ ফারুক।

হাসপাতালে নেয়ার পর মারা যান বন্যার মামা সিরাজুল ইসলাম। হাসপাতালে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. সদর উদ্দিন জানান, তিনজনই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আর আহত ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালক আখতার দগ্ধ হয়েছেন এবং গাড়ি থেকে নামতে গিয়ে আঘাত পেয়েছেন। তবে তিন পুলিশ সদস্য আহত হলেও দগ্ধ হননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়