শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০৮:০৬ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বে‌ক্সিট নিয়ে আশংকায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

সাইদুল ইসলাম,যুক্তরাজ্যঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আশংকা প্রকাশ করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার তাঁর পরিকল্পনাকে আইনপ্রণেতাদের অবজ্ঞা করার চেষ্টার মধ্য দি‌য়ে কোনো প্রকার ব্রেক্সিট কার্যকর নাও হতে পারে।

রোববার ব্রি‌টে‌নের ডেইলিশ মেইল পত্রিকাতে এ বিষয়ে লেখা এক বিশেষ কলামে এ কথা বলেন থেরেসা মে।
ওই কলামে মে লেখেন, ‘এ সপ্তাহে দেশের কাছে আমার বার্তা খুবই সাধারণ : কী পরিণাম হতে যাচ্ছে সেদিকে আমাদের চোখ রাখাতে হবে। আমরা যদি একমত হতে না পারি, তাহলে ব্রেক্সিট না হওয়ার মতো ঝুঁকির মধ্যে দিয়ে আলোচনা শেষ করতে হবে।’
আগামী মার্চে ইইউ ব্লক থেকে বের হয়ে যাওয়ার কথা রয়েছে ব্রিটেনের যা সংক্ষেপে ‘ব্রেক্সিট’ নামে পরিচিত। এই ব্রেক্সিটের ব্যাপারে গত সপ্তাহে একটি পরিকল্পনা তুলে ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সেই পরিকল্পনায় ইইউ থেকে বের হয়ে গেলেও তাদের সঙ্গে বাণিজ্যের ব্যাপারে নমনীয়তা দেখান থেরেসা মে। তার এই পরিকল্পনার প্রতিবাদে দেশটির দুইজন জ্যেষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেছেন। তা ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক সংবাদপত্রের সাক্ষাৎকারে বিষয়টির কড়া সমালোচনা করেছেন। ডেইলির
মেইল পত্রিকায় প্রকাশিত রোববারের কলামে থেরেসা মে লেখেন, ‘ইইউর সাথে আগামী পর্বের আলোচনায় ব্রিটেন শক্ত অবস্থান নেবে।’

তিনি লেখেন, ‘কিছু লোক প্রশ্ন রেখেছেন যে, আমাদের ব্রেক্সিট চুক্তি কি আমাদের পশ্চাৎগমনের প্রারম্ভিকা কি না। আমাকে বিষয়টি পরিষ্কার করতে দিন। আমাদের ব্রেক্সিট চুক্তি কোনো ইচ্ছার তালিকা না যেখান থেকে আলোচকরা যেটি ইচ্ছা তুলবেন ও পছন্দ করবেন। এটি কিছু অআলোচ্য ফলাফলসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়