শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০৩:০৬ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূচক বাড়লেও শেয়ারবাজারের লেনদেন কমেছে

ফয়সাল মেহেদী: সূচক কিছুটা বাড়লেও সোমবার লেনদেনের পরিমাণ কমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সোমবারের লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩.১৬ পয়েন্ট বেড়ে ৫৩৩৯.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়েছে দাঁড়িয়েছে ১৮৯৭.২৪ পয়েন্টে। তবে এদিন শরিয়াহ সূচক ডিএসইএস সূচক ০.৫২ পয়েন্ট কমে ১২৬৫.৩৪ পয়েন্টে অবস্থান করেছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৪৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আর কমেছে ১৩৯টির এবং অপরিবর্তীত ছিল ৫৭টি শেয়ার ও ইউনিট দর। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মোট ১৮ কোটি ৩০ লাখ ৮৫ হাজার ৩৩৬টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৮২ হাজার ৮২০ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ৮৭৩ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার টাকা। এর আগের দিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৯৫৫ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা।

অপর শেয়ারবাজার সিএসইর সাধারণ মূল্যসূচক সিএসসিএক্স ৮ পয়েন্ট কমে ৯৯৪৭.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএএসপিআই সূচক ৪.৯০ পয়েন্ট কমে ১৬৪৪৭.৫১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫৯.৫১ পয়েন্ট কমে ১৪৬৫৯.৩১ পয়েন্টে অবস্থান করেছে। তবে সিএসই-৫০ সূচক ০.২৯ পয়েন্ট বেড়ে ১১৯৩.৭৭ পয়েন্টে এবং সিএসআই সূচক ০.৩৯ পয়েন্ট বেড়ে ১১২৯.২১ পয়েন্টে অবস্থান করেছে।

সিএসইতে এদিন লেনদেন হওয়া ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৯৫টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আর কমেছে ১৪০টির এবং অপরিবর্তীত ছিল ২৬টি শেয়ার ও ইউনিট দর। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মোট ১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ২৪৯টি শেয়ার ও ইউনিট ১৫ হাজার ৪৫৮ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪৪ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা। এর আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৯ কোটি ৪৬ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়