শিরোনাম

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০২:৩৩ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই দিনে বিশ্বের সর্বাধুনিক দুটি ডেস্ট্রয়ার সার্ভিসে এনেছে চীনা নৌবাহিনী

নূর মাজিদ : এবার একই দিনে এক সঙ্গে দুটি সর্বাধুনিক টাইপ-৫৫ ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সার্ভিসে আনার নজির স্থাপন করলো চীন। আধুনিক সময়ে যা অত্যন্ত বিরল এক ঘটনা। এই দুটি যুদ্ধজাহাজ বর্তমানে এশিয়ায় তৈরি বৃহত্তম ও আধুনিকতম ডেস্ট্রয়ার, যা আকারে এবং সক্ষমতায় দক্ষিণ কোরিয়ার ‘সেজং দ্য গ্রেট’ ক্লাসের চাইতেও অধিক বড় ও কার্যকর।

যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলেছেন এর মাধ্যমে চীন তার অতুলনীয় জাহাজ নির্মাণ শিল্পের গতি সম্পর্কে বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। চলতি মাসের শুরতে চীনা নৌবাহিনী একই সঙ্গে দুটি টাইপ-৫৫ ডেস্ট্রয়ার সার্ভিসে কমিশন করলে বিস্মিত হয়ে পড়েন পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা। বিশেষত যখন, টাইপ-৫৫ একটি অত্যাধুনিক ডিজাইন, স্টিলথ ফিচার, অত্যাধুনিক রাডার ও অসংখ্য মিসাইলের সমন্বয়ে সজ্জিত জাহাজ। সমরাস্ত্র বিশেষজ্ঞ টিমোথি রান্ড বলেন, দুটি টাইপ-৫৫ সার্ভিসে আনার মাধ্যমে চীন তার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোকে এই বার্তা দিয়েছে যে, নিজের জলসীমানার বাহিরেও গভীর সমুদ্রে প্রতিদ্বন্দ্বী নৌ-শক্তিগুলোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চীনা নৌবাহিনী। টাইপ-৫৫ বর্তমানে সার্ভিসে থাকা মার্কিন, জাপানি এবং দক্ষিণ কোরিয় ডেস্ট্রয়ারগুলো থেকেও অধিক শক্তিশালী বলেও জানান তিনি।

চায়না ডেইলি’র এক প্রতিবেদনে এই যুদ্ধজাহাজের সক্ষমতা সম্পর্কে জানানো হয়েছে, চীনের টাইপ-৫২ডি ডেস্ট্রয়ারগুলোর চাইতে দ্বিগুণ সংখ্যক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম নতুন টাইপ-৫৫।নতুন এই যুদ্ধজাহাজ দুটিকে জলরাশির ওপরে বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিশালী ‘কমব্যাট শিপ’ বলে দাবী করা হয় সেখানে। ১১২টি ক্ষেপণাস্ত্র লঞ্চিং টিউব থেকে নতুন এই চীনা ডেস্ট্রয়ারগুলি বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছাড়াও ভূমিতে আক্রমণকারী দূর পাল্লার ক্রুজ মিসাইল ছুঁড়তেও সক্ষম। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়