শিরোনাম

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ১২:১৮ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ

সারোয়ার জাহান : দেখতে দেখতে শেষ হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ।এক মাসব্যাপী এই ফুটবলের মহাযজ্ঞে হয়েছে নানান মজাদার ঘটনা, ছিলো হাসির উপাদান, ঘটেছে গ্লানিময় হতাশার ঘটনাও। হাসি-কান্না, আনন্দ-বেদনা মিলিয়েই ছিল বিশ্বকাপের এই আসর।বাংলার আকাশে, বাতাসে উড়ছে লক্ষকোটি ভিনদেশি পতাকা। এতকিছুর পর বাঙালি ফুটবলকে কতটা ভালোবাসে তা বলার অপেক্ষা রাখে না।

বাঙালি ফুটবল ভালোবাসে এটা নতুন কিছু নয়। একসময় বাঙালিদের কাছে তুমুল জনপ্রিয় ছিল এই খেলা। বিভিন্ন পাড়া-মহল্লা, গ্রাম, স্কুল, কলেজসহ প্রায় সব স্থানেই বিভিন্ন সময় এ খেলার আসর জমতো। কালের বিবতের্ন এ খেলা কমে গেলেও কিঞ্চিৎ কমেনি বাঙালির ফুটবল প্রেম। যুগ-যুগান্তর ধরে যেমন পছন্দের খেলার তালিকায় ছিল ফুটবল ঠিক এখনও তাই আছে। আর সে ভালো লাগার প্রমাণ আমরা বিশ্বকাপ এলেই বুঝতে পারি।এ সময় তুমুল উন্মাদনা বিরাজ করে বাঙালির অন্তরে।রাশিয়া বিশ্বকাপ নিয়ে কবিতা লিখেছেন, বৈশাখী টেলিভিশনের ‘জয় প্রকাশ সরকার’। কবিতাটি হল-

বিশ্বকাপ

খেলবি তোরা জিতবে ওরা,
লাভ হবে কী আখেরে?
তার চে ভালো খিঁচ মেরে থাক,
ঝোপ বুঝে দে কোপ মেরে।

এই তরিকায় ম্যাচ জেতা যায়
বিশ্বকাপও যায় পাওয়া,
শিল্প? ছন্দ? চুলোয় উঠুক
জয়ই যখন শেষ চাওয়া।

তবুও বলি একটি কথা
হৃদয় খোঁজে, ছন্দ-ঢেউ,
মাঠের বুকে তুলির আঁচড়
চোখ জুড়িয়ে আঁকুক কেউ।

লেখাটি লেখকের ফেসবুক থেকে নেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়