শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ১১:২৭ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইথিওপিয়ায় পুনরায় দূতাবাস খুলল ইরিত্রিয়া

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ৬জুন ইথিওপিয়া-ইরিত্রিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় ইথিওপিয়ার আদিস আবাবায় প্রতিবেশি দেশ ইরিত্রিয়ার বন্ধ থাকা দূতাবাসটি পুনরায় চালু করা হয়েছে। সোমবার দুইদেশের প্রধানমন্ত্রী দূতাবাসটির কার্যক্রম পুনরায় উদ্বোধন করেন। এসময় দূতাবাসটিতে ইরিত্রিয়ার পতাকা উড়তে দেখা যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এসময় দেশটির জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরমধ্য দিয়ে দুই দেশে বহুকাল ধরে চলা বিদ্যমান সংকটময় পরিস্থিতির সমাপ্তি ঘটবে বলে আশা করছে বিশেষজ্ঞরা।

এদিকে, পুনরায় দূতাবাস স্থাপনের ফলে বন্দর, বিমানসহ সকলধরণের সহযোগিতা পুনরায় চালু করা হবে জন্যেও আশাবাদী সাধারণ জনগণ। এদিকে, দূতাবাস পুনরায় খোলা প্রসঙ্গে এক টুইট বার্তায় ইরিত্রিয়ার তথ্যমন্ত্রী ইয়েমেন মেস্কেল বলেন, দুইদেশের বন্ধুত্বের ক্ষেত্রে এ অর্জন সবার জন্যই অবশ্যই একটি মাইলফলক। এরআগে শনিবার ইরিত্রিয়ার প্রধানমন্ত্রী ইসিআইয়াস আফওয়ারকি ইথিওপিয়া সফর করেন।

উল্লেখ্য, ১৯৯৩ সালে ইথিওপিয়া থেকে আলাদা হয়ে যায় ইরিত্রিয়া। পরবর্তীতে ২০০০ সালে প্রথমবারের মত দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যুদ্ধসমাপ্তির পর ৬জুন একটি শান্তি চুক্তি সম্পন্ন হয়। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়