শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ১১:২৫ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মঈনুল হক, শ্রেষ্ঠ সার্কেল অফিসার হাফিজ

ইসমাঈল হুসাইন ইমু : পুলিশের ঢাকা রেঞ্জে ত্রৈমাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঢাকা রেঞ্জ কার্যালয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা রেঞ্জের অফিসার ও ফোর্সদের মাসিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন চৌকিদারসহ ৩১ জন অফিসার/ফোর্সকে পুরস্কৃত করা হয়।

জুন মাসে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুল হককে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং মানিকগঞ্জ জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহা. হাফিজুর রহমান শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার দেওয়া হয়।

সভায় মাসে ঢাকা রেঞ্জ’র অপরাধ পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনাসহ বিভিন্ন মামলা সংক্রান্তে দিক নির্দেশনা প্রদান করা হয়। পর্যালোচনায় দেখা যায়, গতমাসে ঢাকা রেঞ্জে ৩৪৯৫ টি মামলা রুজু হয়েছে, যা মে মাসের তুলনায় ৭৫৭টি মামলা কম ও ২০১৭ সালের জুন মাসের তুলনায় ৫৩৫টি মামলা বেশি। এছাড়া মাদকদ্রব্য উদ্ধার খাতে ১৮৩০টি মামলা রুজু হয়েছে, যা গত মে মাসের তুলনায় ৯২০টি মামলা কম ও গতবছরের জুন মাসের তুলনায় ৫৫৯টি মামলা বেশি।

তাছাড়া, অস্ত্র উদ্ধার খাতে আলোচ্য মাসে ১৬টি মামলা রুজু হয়েছে, যা গত মে মাসের তুলনায় ৯টি ও গতবছরের জুন মাসের তুলনায় ৭টি মামলা কম। ডাকাতি, দস্যুতা ও শিশু নির্যাতন মামলা হ্র্রাস এবং খুন ও নারী নির্যাতন মামলা বৃদ্ধি পেয়েছে। খুন মামলা বৃদ্ধি পেলেও অধিকাংশ মামলার রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতার হয়েছে।

সভায় মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন ডিআইজি। তিনি বলেন, মাদক বিপননে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে গ্রেফতার করা এবং জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে জঙ্গি বিরোধী চলমান আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে কাজ করার জন্য পুলিশ সুপারদের নির্দেশ দেন।

মঈনুল হক গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের ধন্যবাদ জানান। বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃংখলা বজায় রাখতে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য রেঞ্জের সকল পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।

সভাপতির সম্মতিক্রমে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক সভার কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও সভায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টিলিজেন্স) মো. আসাদুজ্জামান, এবং রেঞ্জের ১৩টি জেলার সকল পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়