শিরোনাম

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ১১:১৭ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান টিকিট ইস্যু না করায় আরও ৮৮ হজ এজেন্সিকে তলব

তরিকুল ইসলাম সুমন : ১০ হাজারেরও বেশি হজযাত্রীর বিমান টিকিটের পে-অর্ডার ইস্যু না করার অভিযোগে বেসরকারি আরও ৮৮ এজেন্সিকে তলব করেছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই পর্বে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম সচিব আনিছুর রহমান অভিযুক্ত হজ এজেন্সির মালিক ও মোনাজ্জেমদের নিয়ে বৈঠক করবেন।

অপরদিকে গতকাল বিকেল ৩টা থেকে বেসরকারি ৫৬ এজেন্সির মালিক ও মোনাজ্জেমদের নিয়ে বৈঠক করেছেন ধর্ম সচিব।

অভিযোগ রয়েছে এ ৫৬টি হজ এজেন্সি এখনও প্রায় ১৩ হাজার নিবন্ধিত হজযাত্রীর একটি বিমান টিকিটও ইস্যু করেনি। এমনকি বিমান টিকিটের জন্য প্রয়োজনীয় পে-অর্ডার ইস্যু করেনি এসব এজেন্সি।

গত ১৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। ইতোমধ্যেই ৩২টি ফ্লাইটে ১০ হাজার ৮৭৫ জন সৌদি আরব পৌঁছেছেন।

ধর্মমন্ত্রণালয় সূত্র জানায়, এমতাবস্থায় বারবার তাগাদা এমনকি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও মোট ১৪৪টি (আজ (সোমবার) ৫৬ ও আগামীকাল (মঙ্গলবার) ৮৮টিকে তলব) এজেন্সিগুলো তাদের নিজ নিজ হজযাত্রীর অনুকূলে বিমানের টিকিট সংগ্রহের লক্ষ্যে পে-অর্ডার ইস্যু করেনি।

প্রসঙ্গত, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। গতকাল হজ ফ্লাইটের প্রথমদিনেই ২ হাজার ৩২১ জন সৌদি আরব পৌঁছেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়