শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ১১:০০ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ২ কোটি ৬১ লাখ টন ইস্পাত উৎপাদন

শেখ নাঈমা জাবীণ: ইতিহাসের সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে ভারতের ইস্পাত উৎপাদন খাত। বাড়তি অভ্যন্তরীণ ও রফতানি চাহিদা, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার কারণে দেশটির কারখানাগুলোয় ইস্পাত উৎপাদন ক্রমেই বাড়ছে। চলতি বছরের মার্চে ইস্পাত উৎপাদনকারীদের বৈশ্বিক তালিকায় জাপানকে টপকে দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটির ইস্পাত উৎপাদন খাতে বিদ্যমান এ চাঙ্গাভাব ২০১৮-১৯ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকেও বজায় ছিল। এ সময় ভারতে অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশের বেশি বেড়ে প্রায় ২ কোটি ৬১ লাখ টন হয়েছে। ভারতের কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রণালয়ের জয়েন্ট প্লান্ট কমিশনের (জেপিসি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের কারখানাগুলোয় সব মিলিয়ে ২ কোটি ৬০ লাখ ৮০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ বেশি। এ সময় দেশটির রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (আরআইএসএল), স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (এসএআইএল), টাটা স্টিল, ইএসএসএআর স্টিল, জেএসডব্লিউ স্টিল ও জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড (জেএসপিএল) সম্মিলিতভাবে ১ কোটি ৫৬ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে। আগের অর্থবছরের একই প্রান্তিকের তুলনায় গত এপ্রিল-জুন সময়ে এসব প্রতিষ্ঠানের আওতায় ইস্পাতের সম্মিলিত উৎপাদন ১২ শতাংশ বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশের বেশি বাড়লেও চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় দেশটিতে ইস্পাত উৎপাদন সামান্য কমেছে। ২০১৮ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভারতীয় উৎপাদনকারীরা সব মিলিয়ে ২ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিলেন বলে জেপিসির প্রতিবেদনে জানানো হয়েছে। সেই হিসাবে তিন মাসের ব্যবধানে দেশটিতে ইস্পাতের সম্মিলিত উৎপাদন ২ লাখ ৮৩ হাজার টন কমেছে।

ভারতজুড়ে বড় বড় অবকাঠামো নির্মাণকাজ চলছে। এতে দেশটিতে ইস্পাতের চাহিদা বেড়েছে। ভারতের অর্থনৈতিক অগ্রগতির ধারা পণ্যটির চাহিদা আরো বাড়িয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ইস্পাতের চাহিদাও বাড়তি রয়েছে। ভারতীয় ইস্পাত উৎপাদনকারী ও রফতানিকারকদের জন্য এটি বড় একটি সুযোগ। সব মিলিয়ে অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাহিদায় গতিশীলতা ভারতীয় উৎপাদনকারীদের ইস্পাত উৎপাদন বাড়াতে আগ্রহী করে তুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির আওতায় নিজস্ব উৎপাদন বাড়িয়ে ইস্পাতের অভ্যন্তরীণ চাহিদার চাপ সামাল দেয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ২০১৮ সাল শেষে ভারতে ইস্পাতের সম্মিলিত উৎপাদন আগের তুলনায় কয়েক গুণ বেড়ে ১০ কোটি টনের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জেপিসি। ২০৩০ সাল নাগাদ দেশটিতে ইস্পাতের অভ্যন্তরীণ উৎপাদন ৩০ কোটি টনে উন্নীত করার পরিকল্পনা হাতে নিয়েছে ভারত সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে নরেন্দ্র মোদি সরকার দীর্ঘমেয়াদি নীতি ন্যাশনাল স্টিল পলিসি (এনএসপি) গ্রহণ করেছে। এ নীতির আওতায় ভারতের ইস্পাত উৎপাদন খাতে ১০ লাখ কোটি রুপি বিনিয়োগ করা হবে। এ অর্থ দিয়ে তৈরি করা হবে নতুন নতুন প্লান্ট। এ নীতির আওতায় ২০৩০-৩১ সালের মধ্যে ভারতে মাথাপিছু ইস্পাত ব্যবহারের পরিমাণ ১৫৮ কেজিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশটিতে ইস্পাত ব্যবহারের মাথাপিছু হার প্রায় ৬১ কেজি।

জেএসডব্লিউ স্টিলের পরিচালক (কমার্শিয়াল) জয়ন্ত আচার্য বলেন, যেকোনো সময়ের তুলনায় ভারতের ইস্পাত উৎপাদন খাতে সবচেয়ে বেশি চাঙ্গাভাব বজায় রয়েছে। একই সঙ্গে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে ইস্পাত রফতানিও ক্রমাগত বাড়ছে। ইস্পাত শিল্পের এ বিকাশ ভারতের সামগ্রিক অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের রাষ্ট্রায়ত্ত ও বড় কারখানাগুলোয় সম্মিলিতভাবে ১ কোটি ৫৬ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। তুলনামূলক ছোট কারখানাগুলোতেও পণ্যটির উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে শুরু করেছে। বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়