শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ১০:৩০ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরেন্দ্র মোদীর ভাষণ চলাকালীন প্যান্ডেল ভেঙে আহত ৬২

সজিব খান: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ চলাকালীন সভাস্থলের প্যান্ডেলের একাংশ ভেঙে পড়ায় তার নিচে চাপা পড়ে ৬২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সঙ্গে সঙ্গে মেদিনীপুর মেডিক্যাল কলেজে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

সোমবার দুপুর সাড়ে ১২টায় পশ্চিমবঙ্গের মেদিনীপুরে  স্থানীয় কলেজিয়েট মাঠে কৃষক কল্যাণ সমাবেশে ভাষণ দিচ্ছিলেন মোদী। তখনই পাশের একটি প্যান্ডেল ভেঙে পড়লে আহত হওয়ার ঘটনা ঘটে। সভা শেষ হতেই আহতদের হাসপাতালে দেখতে যান মোদী।

এদিকে গোটা ঘটনার জন্য রাজ্য বিজেপি-র দিকেই অভিযোগের আঙুল উঠেছে। ঘটনার পর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকার আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করবে।

মেদিনীপুর শহরের কলেজিয়েট মাঠে মোদীর সভাস্থলে মূল মঞ্চ ছাড়াও তিনটি আলাদা প্যান্ডেল তৈরি করা হয়েছিল। একটি মূল মঞ্চের সোজাসুজি। অন্য দু’টি তার ডান এবং বাঁ দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছিল শহরে। মাটি তাই নরম ছিল। প্যান্ডেলের ভারী লোহার কাঠামো আস্তে আস্তে সেই নরম মাটিতে ঢুকে যাচ্ছিল। মোদীর বক্তব্য শুরু হতেই এক দল অতি উৎসাহী মানুষ ওই লোহার কাঠামোতে চড়তে শুরু করেন। তাতে প্যান্ডেলের কাঠামো আরও ঢুকে যায়। এর পর টাল সামলাতে না পেরে মূল মঞ্চের বাঁ দিকের প্যান্ডেলের একটা বড় অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। এতে চাপা পড়ে আহত হন অনেকে। সঙ্গে সঙ্গেই ভাষণ থামিয়ে দেন মোদী। অন্য প্যান্ডেলগুলিতে যাঁরা চড়ে বসেছিলেন, তাঁদের তিনি নেমে আসার অনুরোধ করেন। প্রায় মিনিট তিনেক পর ফের ভাষণ শুরু করেন মোদী।

সভা শেষে মেদিনীপুর থেকে কলাইকুন্ডা হয়ে বিমানে দিল্লি ফেরার কথা ছিল মোদীর। কলাইকুন্ডা যাওয়ার পথে মোদী মেদিনীপুর মেডিক্যাল কলেজে আহতদের দেখতে যান। সেখানে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। সূত্র: আনন্দ বাজার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়