শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সেরা দল সবসময় জয় পায় না’

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে হার। পুরো ৯০ মিনিট ম্যাচে আধিপত্য বিস্তার করেও পরাজিত দলের অধিনায়ক হিসেবে মঞ্চে উঠতে হলো তাকে। জিতেছেন গোল্ডেন বলও কিন্তু বিশ্বকাপ ট্রফির কাছে যার মূল্য অর্থহীন। ভালো খেলেও হারাটাকে একদমই মেনে নিতে পারছেন না মদ্রিচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সরাসরি বলেই দিলেন এই ক্রোয়েশিয়া দলটি আরো বেশি কিছু অর্জনের সামর্থ্য ছিল। মদ্রিচের মতে, ‘আমার মনে হয়, আমরা আরো বেশি কিছু পাওয়ার দাবিদার ছিলাম ফাইনালে। কিন্তু এটাই ফুটবল। আমরা যা করেছি তাতে আমরা মাথা উঁচু করে যেতে পারবো। আমরা খুব কাছে গিয়েছিলাম কিন্তু এটা খুব সহজ ছিল না। আমাদের প্রাপ্য আরো বেশি ছিল কিন্তু সবসময় সেরা দলটি জয় পায় না। এজন্যেই ফুটবল পৃথিবীর সেরা খেলা।’

ফাইনাল হারলেও গর্ব নিয়েই মাঠ ছাড়তে পেরে খুশি মদ্রিচ। তিনি বলেন, ‘আমি গর্ব করার মত এক অনুভূতি নিয়ে বাড়ি ফিরছি। কিন্তু ফাইনালে হারাটা বেদনাদায়ক। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। ৪-১ ব্যবধানে পিছিয়ে থেকেও আমরা হার মেনে নেইনি। আমরা কাউকে দোষাারোপও করছি না।’

ফাইনালে হারলেও বিশ্বকাপের গোল্ডেন বল ঠিকই জিতে নিয়েছিন মদ্রিচ। সেরা খেলোয়াড় হলেও এটাকে তেমন পাত্তা দিচ্ছেন না এই রিয়াল তারকা। মদ্রিচ বলেন, ‘অবশ্যই এটা পেয়ে কিছুটা ভালো লাগছে কিন্তু আমি বিশ্বকাপ ট্রফি জিততে চেয়েছিলাম। কিন্তু পারিনি আমরা। হয়তো ট্রফি জিতে কয়েকদিন উদযাপন করতাম। এটা আমার কাছে মন্দের ভালোর মত। আমরা খুবই মর্মাহত।’ গোল

  • সর্বশেষ
  • জনপ্রিয়