শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জ শ্রমিককে কুপিয়ে হত্যা, আটক ২

মনজুর আহমেদ অনিক, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে শাকিল মিয়া নামে এক হোসিয়ারী শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার মধ্য রাতে শহরের নয়ামাটি এলাকার আলম মার্কেটের তৃতীয় তলায় হাসনেয়ারা হোসিয়ারিতে এ হত্যাকান্ড ঘটে।

সোমবার সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। নিহত শাকিল মিয়া বন্দর উপজেলার চর ইসলামপুর এলাকার জোহা মিয়ার ছেলে। সে ওই হোসিরারীতে দর্জি শ্রমিক হিসেবে কাজ করতো এবং হোসিয়ারিতেই থাকতো।নিহত শাকিলের পরিবার এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, রবিবার রাতে শাকিল মিয়া বাইরে থেকে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখে হোসিয়ারীতে এসে ঘুমিয়ে পড়ে। সারোয়ার নামে হোসিয়ারির আরেকজন শ্রমিক তার সাথে থাকতো। সোমবার ভোরে মার্কেটের নৈশ প্রহরী সারোয়ারকে হোসিয়ারী বন্ধ করে একা বাইরে চলে যেতে দেখেন। সকালে হোসিয়ারীর মালিক সুমন মিয়া ভেতরে প্রবেশ করে শাকিলের মরদেহ পড়ে থাকতে দেখে সদর থানা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানাা ইন্সপেক্টর (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাঁচি বা ছুরির সাত থেকে আটটি জখমের চিহৃ রয়েছে। কারা কি কারনে শাকিলকে হত্যা করেছে সে ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনায় হোসিয়ারীর মালিক সুমন মিয়া ও নৈশ প্রহরী আমিন উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়