শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০৯:২৩ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিতে হামলায় কমপক্ষে ১০ জন নিহত

আনন্দ মোস্তফা: মালির উত্তরপূর্বাঞ্চলে এক হামলায় কমপক্ষে ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নাইজার সীমান্তের কাছে চালানো এ হামলা জিহাদিরা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সশস্ত্র তৌয়ারেজ গ্রুপ ও স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

খবরে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে মালির অস্থিতিশীল এই অঞ্চলে বিভিন্ন হামলায় শতাধিক লোক নিহত হয়েছে। এদের মধ্যে অনেক বেসামরিক নাগরিক রয়েছে। ওই অঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের আনুগত্য স্বীকার করা অনেক জিহাদি সংগঠন সক্রিয় রয়েছে।

জিহাদিদের বরাত দিয়ে তৌয়ারেজের দু’টি সশস্ত্র গ্রুপ এক বিবৃতিতে জানায়, রোববার ‘মালি-নাইজার সীমান্তে সক্রিয় স্থানীয় অপরাধী চক্রের সাথে যুক্ত সশস্ত্র দস্যুরা ইঞ্জাগালেনে হামলা চালায়।’

এই দুই গ্রুপের বিবৃতিতে আরো বলা হয়, ‘সেখানে তারা বেসামরিক লোকদের ওপর বেপরোয়া গুলি চালায়।’ এতে ১২ জন নিহত হয় এবং তিনটি গাড়িতে আগুন ধরে যায়।
এদিকে এ অঞ্চলের প্রধান নগরী মানেকায় সরকারি একজন কর্মকর্তা এ হামলার খবর নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘মটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা ইঞ্জালেন বাজারে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়।’

সূত্র আরো জানায়, তারা জনগণকে লক্ষ্যকরে গুলি চালালে কমপক্ষে ১৪ জন নিহত হয়।
উল্লেখ্য, সাম্পতিক মাসগুলোতে মালিতে একের পর এক হামলার ঘটনা ঘটছে। এসব হামলার ঘটনা পশ্চিম আফ্রিকার এ দেশের নিরাপত্তা পরিস্থিতির দূর্বলতার চিত্রই তুলে ধরছে।

এদিকে মালি আগামী ২৯ জুলাই দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়