শিরোনাম

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“ফ”-তে ফ্যাসিস্ট শাসক, তুই রাজাকার তুই রাজাকার : পিনাকী

রবিন আকরাম : লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আমাদেরসময়.কম এর পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।

তিনি তার ফেসবুকে বলছেন- শফিক শাহীন লিখেছেন, রাজাকারের সংজ্ঞা হইলো— যারা সরকারি ক্ষমতার অনুকূলে থাইকা কেবল দলীয় ও ব্যক্তিগত স্বার্থে দেশ ও জনতার বিরুদ্ধে কাজ করেন।

বাংলাদেশের সকল মানুষ এই সংজ্ঞার সাথে একমত। বাস্তবের রাজাকার নিশ্চয়ই ছিল, যেমন ছিল বাস্তবের মিরজাফর। কিন্তু এখনো কেন মিরজাফর বা রাজাকার শব্দগুলো ঘৃণিত? কারণ, এরা জন আকাঙ্ক্ষার বিরোধী একটি শক্তিকে প্রতিকায়িত করে।

আসেন আমরা শ্লোগান দিই। "ফ"-তে ফ্যাসিস্ট শাসক, তুই রাজাকার তুই রাজাকার।

তার এই ছোট্র স্ট্যাটাসের পর অনেক পাঠক তাদের মাতামত জানিয়েছেন। তাদের মধ্য থেকে কয়েকজনের মতামত তুলে ধরা হলো।

মাইনুল ইসলাম লিখেছেন, "ফ" তে ফ্যাসিস্ট শাসক, তুই রাজাকার তুই রাজাকার।

টমাস আলভা এডিসন বলছেন, তার কথায় কেমন জানি দালালির দুর্গন্ধ পাচ্ছি।

সাজিদ সাফায়াত মনে করেন, রাজাকারেরাও তো মানুষ, তাদের প্রতি ঘৃণা ছড়ানো সুস্থ মানুষের কাজ হতে পারে না। অাপনি যে ফেসবুক লিখছেন, এটা কিন্তু বঙ্গবন্ধু কন্যা হাসিনার অবদান!

  • সর্বশেষ
  • জনপ্রিয়