শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০৭:০৯ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী সিটি নির্বাচনে তরুণ ভোটারদের জন্য নানা পরিকল্পনা প্রার্থীদের

জান্নাতুল ফেরদৌসী: রাজশাহী সিটি নির্বাচনে ভোটের ফলাফলে বিশেষ ভূমিকা রাখবেন তরুণ ভোটাররা। তরুণ ভোটারদের কাছে টানতে নগরীকে বদলে দেয়ার আশ্বাসে দিনভর প্রচারণায় ব্যস্ত এখন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তরুণ ভোটারদের চাহিদা বিবেচনায় নিয়ে রাজশাহী নগরীর আধুনিকায়ন, মাদক নিয়ন্ত্রণ, বেকরত্ব দূর করাসহ নানা পরিকল্পনার কথা জানান মেয়র প্রার্থীরা।

রাজশাহী সিটি কর্পোরেশনে ৩ লাখ ১৮ হাজার ভোটারের মধ্যে নতুন ভোটার ৩১ হাজার। আর বয়সে তরুণ ভোটারের সংখ্যা ৫০ হাজারেরও বেশি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রাজশাহী কলেজসহ বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এখানকার ভোটার হওয়ায় নির্বাচনী ফলাফলে বিশেষ ভূমিকা রাখবেন তরুণরা।

বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, জয়ী হলে আগামী ৫ বছরের মধ্যে কারখানা এলাকাগুলোতে লক্ষাধিক তরুণের কর্মসংস্থান করতে পারবো।

আওয়ামী লীগের মেয়ার প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ক্লিন সিটি, গ্রিন সিটি এডুকেশন সিটি সবই তরুণদের জন্য। আর আগামীতে যদি এগুলো বেশি হয় তাহলে তরুণদের জায়গা দিতে পারবো।

এদিকে তরুণরা জানান, আমাদের চাকুরির জন্য ঢাকায় যেতে হচ্ছে। রাজশাহীতে চাকুরির কোনো ব্যবস্থা নেই। এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করলে অনেক বেশি ভালো হবে। জনগণের রায়ে যিনিই মেয়র নির্বাচিত তিনিই নগর উন্নয়নে দেয়া আশ্বাসের পূর্ণ বাস্তবায়ন করবেন। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়