শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০৭:০৩ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনন্যা ওয়াফি রহমানের একক কত্থক নৃত্যসন্ধ্যা

ফাহিম ফয়সাল : দেশে শাস্ত্রীয় নৃত্যচর্চার প্রসারের মধ্যে অন্যতম অনন্যা ওয়াফি রহমান। ক্রমাগত চর্চার মাধ্যমে নিজেকে শাণিত করে চলেছেন এই শিল্পী। অর্জন করেছেন শ্রমসাধ্য কত্থক নৃত্যের নানা আঙ্গিক। এবার নৃত্যপ্রেমীদের সামনে শিল্পী মেলে ধরবেন সেই শিল্প-প্রয়াস।

আগামী ২০ জুলাই এই শিল্পী নৃত্যরসিকদের সামনে মেলে ধরবেন তার একক কত্থক নৃত্য পরিবেশনা। নাচের সঙ্গে সে আয়োজনের বাড়তি আকর্ষণ থাকবে সুরেলা শব্দধ্বনি তোলা মাহমুদুল হাসানের বেহালা বাদন।

শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনের নৃত্য ও যন্ত্রসঙ্গীতে সাজানো অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে নৃত্যমঞ্চ ও শাস্ত্রীয় সঙ্গীত পরিষদ।

নৃত্যানুষ্ঠানটি প্রসঙ্গে অনন্যা ওয়াফি রহমান আমাদরেসময়.কমকে বলেন, সকাল ধরনের নাচের উৎস হচ্ছে শাস্ত্রীয় নাচ। এই নৃত্যশৈলী রপ্ত করতে একজন শিল্পীকে সাধনার মধ্য গিয়ে এগিয়ে যেতে হয়। সেই বিবেচনায় শাস্ত্রীয় নৃত্যচর্চার প্রচার ও প্রসার বাড়াতে এ ধরনের নৃত্যানুষ্ঠানের আয়োজন অব্যাহত রাখতে হবে। পাশাপাশি শিল্পীদের অনুপ্রেরণা সৃষ্টিতে টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে শাস্ত্রীয় নৃত্য নিয়ে পৃথক অনুষ্ঠান করতে হবে।

আগামী শুক্রবারের নৃত্যসন্ধ্যা প্রসঙ্গে ওয়াফি রহমান জানান, কত্থক নৃত্যের পরিবেশনাটি হবে ৪০ মিনিট ব্যাপ্তির। সরাসরি বাদ্যযন্ত্রের সঙ্গে তাল রেখে কত্থক নানা আঙ্গিক উপস্থাপন করবেন এই শিল্পী। বিলম্বিত লয়ে বন্দনার আশ্রয়ে শুরু পারফরমেন্স। মুদ্রার সঙ্গে অভিব্যক্তির মেলবন্ধনে ধাপে ধাপে এগিয়ে যাবে পরিবেশনা। একে একে উপস্থাপিত হবে ঠাট, আমোদ, টুকরা, পরন, তেহাই, গৎভাও। দ্রুত লয়ের মাধ্যমে এ পর্বের সমাপ্তি হবে। এরপর পরিবেশিত হবে মীরা ভজন। এ পর্বে প্রকাশ হবে কৃষ্ণের প্রতি প্রবল অনুরাগী মীরার হৃদয়ের আকুলতা। তারানা দিয়ে শেষ হবে একক শিল্পীর পরিবেশনা।

প্রসঙ্গত, শৈশব থেকেই নাচের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন অনন্যা ওয়াফি রহমান। সেই সাধনার ফসল হিসেবে নব্বইয়ের দশকে নতুন কুঁড়ি অনুষ্ঠানে অংশ কত্থক নৃত্যে পুরস্কার অর্জন করেন। নিবেদিত এই শিল্পী ভারতের আইসিসিআর স্কলারশিপ নিয়ে দিল্লির শ্রীরাম কলা কেন্দ্র থেকে কত্থক নৃত্যের ওপর পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন করেন। এছাড়া কত্থক নৃত্যে দীক্ষা নিয়েছেন প-িত বিরজু মহারাজ, গুরু শিখা খেরে ও পদ্মভূষণপ্রাপ্ত ড. উমাশর্মার কাছ থেকে। নৃত্যমঞ্চ নামক একটি প্রতিষ্ঠান চালানোর পাশাপাশি এই শিল্পী বর্তমানে শিশু একাডেমি ও লিটল স্টেপস স্কুলে নৃত্য প্রশিক্ষক হিসেবে কর্মরত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়