শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০৬:৩১ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো প্রকাশ্য অনুষ্ঠানে ফখরুদ্দীন আহমদ

সজিব খান: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বাঙালিদের উদ্যোগে অনুষ্ঠিত এক বইমেলায় যোগ দেন বাংলাদেশে জরুরি অবস্থায় গঠিত বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। এর আগে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে বা ঈদ জামাতে দেখা গেলেও এই প্রথম কোনো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা গেল তাকে। এসময় সঙ্গে তার স্ত্রীও ছিলেন। খবর- বিডিনিউজ২৪

সোমবার ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে ভার্জিনিয়ার এনানডেল শহরে নোভা কম্যুনিটি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত বই মেলায় ড. আশরাফ আহমেদের ‘পাণ্ডুলিপির একাত্তর’ বইয়ের মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠানে আলোচনা করেন ফখরুদ্দীন আহমদ।

তিনি বলেন, “আশরাফ আহমেদের সাথে আমার প্রথম পরিচয় আশির দশকে যখন তিনি বিজ্ঞান নিয়ে গবেষণা করতেন, যা এখনও করে থাকেন। অবশ্য এখন তিনি লেখক হিসেবেই বেশি পরিচিতি পাচ্ছেন। বইটিতে লেখকের ভাষায় একাত্তর আমাদের জীবনের এক বিশাল প্রান্তর। এখানে অনেকগুলো ঘটনা, অনেকগুলো দ্বন্দ্ব উঠে এসেছে।

“এখানে উঠে এসেছে তার সময়কার, তখনকার ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের তাত্ত্বিক দ্বন্দ্বের কথা, উঠে এসেছে তার মুক্তিযুদ্ধে যাওয়ার ও না যাওয়ার দ্বন্দ্বের কথা, উঠে এসেছে কে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা নয় সেই দ্বন্দ্বের কথা। এ ধরনের অনেক ক্রাইসিসের কথা সাবলীল ভাষায় তিনি লিপিবদ্ধ করেছেন।”

দুই বছর তত্ত্বাবধায়ক সরকারে দায়িত্ব পালনের পর এখন যুক্তরাষ্ট্রেই থাকছেন ফখরুদ্দীন। তবে দেশের রাজনীতিতে প্রায়ই আলোচনায় আসেন তিনি, পড়েন সমালোচনার মুখেও।

‘বিশ্বজুড়ে বাংলা বই’ স্লোগানে অনুষ্ঠিত এই মেলায় প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বাংলাদেশ থেকে গিয়েছিলেন ‘সৃজনশীল প্রকাশক সমিতি’র প্রধান ফরিদ আহমেদ, কবি সৈয়দ আল ফারুক, ড. নাসরিন জেবিন ও পারমিতা হীম, শিল্পী নাহিদ নাজিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়